কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ এপ্রিল ২০১৮

464
0
current-affairs-24042018-picture

জাতীয়

  • বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান— দেশের এই ৫টি রাজ্য দেশকে পিছনের দিকে টেনে রেখেছে। এই মন্তব্য করলেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তে।
  • পঞ্চায়েতি রাজ দিবসে ‘রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন কাউন্সিলের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্রগুলির বিরুদ্ধে কঠোর সমালোচনা করলেন। পাক বিদেশমন্ত্রী খাজা মহম্মদ আসিফ এবং প্রতিরক্ষামন্ত্রী খুরম দস্তসির খানও উপস্থিত ছিলেন বৈঠকে।

আন্তর্জাতিক

  • গাড়ি চালিয়ে ইচ্ছাকৃতভাবে পথচারীদের পিষে মারার ঘটনা ঘটল টরেন্টোয়। কানাডার এই শহরটির ইয়ঞ্জস্ট্রিট এবং ফিঞ্জ অ্যাভিনিউয়ে একটি ভাড়া করা সাদা গাড়ি নিয়ে বহু পথচারীকে ধাক্কা মেরে গ্রেপ্তার হল ২৫ বছর বয়সী অ্যালেক মিনাসিয়ান। অন্তত ১০ জন নিহত হলেন এই ঘটনায়। টরেন্টো পুলিশ প্রধান মার্ক স্যান্ডার্স জানিয়েছেন, জঙ্গি যোগের খোঁজ পাওয়া না গেলেও এটি উদ্দেশ্যপ্রণোদিত হামালা।
  • ব্রিটেনে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, তাঁর দল ব্রিটেনের সংসদে ক্ষমতায় এলে ‘অপারেশন ব্লু স্টার’-এ ব্রিটিশ সেনার ভূমিকা নিয়ে তদন্ত করা হবে। ১৯৮৪ সালে অমৃতসরের স্বর্ণ মন্দিরে সেনা অভিযানে ব্রিটিশ সেনার এক অফিসার অস্ত্র ব্যবহারের জন্য ভারতকে পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ। ওয়াটফোর্ডে শিখ ফেডারেশনের একটি সভায় এই মন্তব্য করলেন করবিন।
  • প্রয়াত হলেন বিশিষ্ট কবি, সাংবাদিক, প্রাবন্ধিক বেলাল চৌধুরী (৭৯)। ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদনা করেছিলেন তিনি।

খেলা

  • ফ্রান্সের প্রাক্তন ফুটবলার ও কোচ অঁরি মিশেল (৭০) প্রয়াত হলেন। তাঁর প্রশিক্ষণে ফ্রান্স ১৯৮৪ সালে অলিম্পিক ফুটবলে সোনা জিতেছিল। তিনি বিভিন্ন সময়ে ক্যামেরুন, মরক্কো, আইভরি কোস্ট, সংযুক্ত আরব আমিরশাহি, টিউনিশিয়া প্রভৃতি দেশের জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন।
  • আইএসএসএফ বিশ্বকাপ শ্যুটিংয়ে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন শাহজার রিজভি। রুপো জিতলেন তিনি। দক্ষিণ কোরিয়ার চাংওনে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।
  • ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের নির্ঘণ্ট প্রকাশ করল আইসিসি। ইংল্যান্ডে ৩০ মে থেকে ১৪ জুলাই বসবে এই প্রতিযোগিতার আসর।

বিবিধ

  • ঋণ ও ধারাবাহিক লোকসানের জেরে রিলায়্যান্স নেভাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন সংশ্লিষ্ট সংস্থার অডিটররা।
  • এইচ১বি ভিসা থাকা কর্মীদের স্বামী বা স্ত্রীরা যে আইনে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার অধিকার পান সেই আইনটিই খারিজ করার প্রস্তাব করলেন মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের ডিরেক্টর ফ্রান্সিস সিসনা। ২০১৫ সালে বারাক ওবামার আমলে দক্ষ কর্মী পেতে আইনটি জারি করা হয়েছিল। এই ভিসার ৯০ শতাংশ আবেদনই যায় ভারত থেকে।