নৌবাহিনীতে ৯৫ ফায়ারম্যান

1982
0
navy officer recruitment 2023

ভারতীয় নৌবাহিনীতে ৯৫ জন ফায়ারম্যান (গ্রেড টু ও গ্রেড ওয়ান) নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৯৫ (অসংরক্ষিত ৪৮, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৭, ওবিসি ২৬)। এইসবের মধ্যে ৯টি প্রাক্তন সেনাকর্মী ও ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

বয়সসীমা: ১৯ মে ২০১৮ তারিখে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড/ ইনস্টিটিউট থেকে ম্যাট্রিকুলেশন ব সমতুল। শারীরিক দিক থেকে সুস্থ হতে হবে ও কষ্টকর কাজ করার ক্ষমতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১৯ মে ২০১৮ তারিখের মধ্যে।

শারীরিক মাপজোক: জুতো ছাড়া উচ্চতা হতে হবে ১৬৫ সেন্টিমিটার। তপশিলি উপজাতি প্রার্থীরা উচ্চতার ক্ষেত্রে ২.৫ সেন্টিমিটার ছাড় পাবেন।

বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১.৫ থেকে ৮৫ সেন্টিমিটার। ওজন ন্যূনতম ৫০ কেজি।

ফিজিক্যাল এনডিওরেন্স টেস্টে ৯৬ সেকেন্ডে ১৮৩ মিটার দূরত্ব ৬৩.৫ কেজি মানুষকে বহন করে নিয়ে যেতে হবে। ২.৭ মিটার চওড়া খাত পেরনো (লং জাম্প)। হাত ও পা ব্যবহার করে তিন মিটার ক্লাইম্বিং।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল এনডিওরেন্স টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.bhartiseva.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৯ মে ২০১৮ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।