কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মে ২০১৮

1334
0
current-affairs-12052018-picture

জাতীয়

  • পকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্বীকার করে নিলেন যে, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরাই মুম্বইয়ে জঙ্গি হামলা চালিয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী, গুপ্তচর সংস্থা আইএসআই সমান্তরাল সরকার চালায় বলেও তিনি অভিযোগ করেছেন। পাক সংবাদপত্র ‘ডন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করলেন। প্রসঙ্গত, ২৬/১১ কাণ্ডে ভারত দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছে। সংশ্লিষ্ট মামলায় পাক প্রশাসনের অসহযোগিতার কথাও এদিন মেনে নিয়েছেন শরিফ।
  • কর্নাটকে বিধানসভা নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়ল। ২২৪টি আসনের মধ্যে ২২২টির জন্য ভোট নেওয়া হল। প্রার্থী সংখ্যা ২৬০০-এরও বেশি। ভোটদাতার সংখ্যা ৫ কোটিরও বেশি।
  • এখন থেকে ভারতের ট্রেনগুলিতে থাকবে ব্ল্যাক বক্স। জাতীয় প্রযুক্তি দিবসে এই সিদ্ধান্ত জানালেন ভারতীয় রেল কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক

  • নিজস্ব কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে সমর্থ হল বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে ‘৩৯এ’ লঞ্চ প্যাড থেকে ফ্যালকন ১ রকেটের সাহায্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হল। এর নাম ‘বঙ্গবন্ধু–১’।
  • সিরিয়ায় ইজরায়েলের হানায় ৪২ জনের মৃত্যু হয়েছে গত ৭ দিনে। এদিন এই দাবি করল একটি স্বেচ্ছাসেবী নজরদার সংস্থা।
  • মায়ানমারের শান প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গি সংগঠন তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হল। চিন সীমান্ত লাগোয়া শান প্রদেশে স্বশাসনের দাবিতে লড়ছে তায়াং।
  • নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি এবং দুই প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ড এবং শের বাহাদুর দেউবার সঙ্গেও বৈঠক করলেন নেপাল সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

খেলা

  • মাদ্রিদ মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল হেরে গেলেন। ডমিনিক থিয়েম ৭-৫, ৬-৩ সেটে হারালেন নাদালকে। ক্লে কোর্টে একটানা ৫০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ার পরই হার মানলেন তিনি।
  • অনূর্ধ্ব ১৬ চার দেশীয় ফুটবলে ভারত ড্র করল সার্বিয়ার সঙ্গে।
  • ‘নো নিডল’ নীতি ঘোষণা করল ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। এর অর্থ ক্রীড়া শিবিরে কোনও খেলোয়াড় সঙ্গে সিরিঞ্জ রাখতে পারবেন না।

 

বিবিধ

  • সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রয়ত্ত তেল সংস্থা আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি মহারাষ্ট্রের রত্নগিরিতে তেল শোধনাগার ও পেট্রোকেম প্রকল্পে ৫০ শতাংশ অংশিদারী কিনতে প্রাথমিক চুক্তি করল।
  • দেনা ব্যাঙ্ককে ঋণ প্রদানের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। নিট ক্ষতির বহর ক্রমাগত বাড়তে থাকায় এই সিদ্ধান্ত বলে জানা গেছে। সর্বশেষ ত্রৈমাসিক তাদের ক্ষতির পরিমাণ ১২২৫.৪২ কোটি টাকা।
  • সংস্থা পরিচালনার দক্ষতার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান পেল বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে তারা পরপর ৩ বার এই সম্মান পেল।