রাজ্য বনবিভাগে ১৮২ পুরুষ-মহিলা অফিসার

664
0
Foest Offcer_Picture

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস  কমিশনের ২০১৮-র ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৮২টি পদে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 14/2018

শূন্যপদ: ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস ১০ (অসংরক্ষিত ৫, এসসি ০২, এসটি ১, ওবিসি-এ ১, ওবিসি-এ ১), ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ফরেস্ট সার্ভিস ১৭২ (অসংরক্ষিত ৮০, এসসি ৪৫, এসটি ০৯, ওবিসি-এ ২৩, ওবিসি-বি ১০ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ৫)। কৃতী খেলোয়াড়রা কী-কী ক্ষেত্র থেকে সুযোগ পাবেন তার তালিকা নিচের লিংক থেকে জানতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:

ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক বা সমতুল  হতে হবে। স্নাতক স্তরে এগ্রিকালচার, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং (এগ্রিকালচার, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল), ফরেস্ট্রি, জিওলজি, হর্টিকালচার, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ভেটেরিনারি সায়েন্স, জুলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স— এগুলির মধ্যে যে-কোনো একটা বিষয় থাকতে হবে।

ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ফরেস্ট সার্ভিস: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক হতে হবে। স্নাতক স্তরে এগ্রিকালচার, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং (এগ্রিকালচার, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল), ফরেস্ট্রি, জিওলজি, হর্টিকালচার, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ভেটেরিনারি সায়েন্স, জুলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স— এগুলির মধ্যে যে-কোনো একটা বিষয় থাকতে হবে।

সবক্ষেত্রেই বাংলা লিখতে, বলতে ও পড়তে জানতে হবে। মাতৃভাষা নেপালি হলে এই শর্ত প্রযোজ্য নয়।

বয়সসীমা: ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের জন্য ২১ থেকে ৩৬ (২ জানুয়ারি, ১৯৮২-এর আগে জন্ম নয়, ১ জানুয়ারি, ১৯৯৭-এর পরে জন্ম নয়), ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ফরেস্ট সার্ভিসের জন্য ২১ থেকে ৩৯ (২ জানুয়ারি, ১৯৭৯-এর আগে নয় জন্ম নয়, ১ জানুয়ারি, ১৯৯৭-এর পর জন্ম নয়)। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

শারীরিক সক্ষমতা:

পুরুষ— উচ্চতা ১৬৩ (গোর্খা, গাড়ওয়ালি, নেপালিদের ক্ষেত্রে ১৫২) সেমি, বুকের ছাতি (না ফুলিয়ে) ৮৪ সেমি, বুকের ছাতি (ফুলিয়ে) ৮৯ সেমি।

মহিলা— উচ্চতা ১৫০ (গোর্খা, গাড়ওয়ালি, নেপালিদের ক্ষেত্রে ১৪৫) সেমি, বুকের ছাতি (না ফুলিয়ে) ৭৯ সেমি, বুকের ছাতি (ফুলিয়ে) ৮৪ সেমি।

এছাড়াও একটি ওয়াকিং টেস্ট নেওয়া হবে। পুরুষ প্রার্থীদের জন্য ৪ ঘণ্টায় ২৫ কিমি, মহিলা প্রার্থীদের জন্য ৪ ঘণ্টায় ১৬ কিমি হাঁটার পরীক্ষা হবে। মেডিকেল টেস্টও নেওয়া হবে।

বেতনক্রম:

ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস: পে ব্যান্ড ৪এ অনুযায়ী মূল বেতন ১৫,৬০০-৪২,০০০ টাকা + গ্রেড পে ৫,৪০০ টাকা + ডিএ, এমএ, এইচআরএ নিয়ম অনুযায়ী।

ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ফরেস্ট সার্ভিস: পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০-৩৭,৬০০ টাকা + গ্রেড পে ৩,৯০০ টাকা + ডিএ, এমএ, এইচআরএ নিয়ম অনুযায়ী।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে। ২ জুলাই, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখও ২ জুলাই, ২০১৮। অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩ জুলাই, ২০১৮।

আবেদন ফি: শুধুমাত্র জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ২১০ টাকা + ব্যাঙ্কিং চার্জ। ফি দেওয়া যাবে নেটব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ডে, বা ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে নগদে। এরাজ্যের এসসি/এসটি প্রার্থীদের আবেদন ফি লাগবে না।

আবেদন করার লিঙ্ক: www.pscwbapplication.in

প্রার্থিবাছাই পদ্ধতি: প্রথমে অবজেক্টিভ এমসিকিউ টাইপের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ৫ আগস্ট। পরীক্ষাকেন্দ্র: কলকাতা (কোড ০১), বর্ধমান (কোড ০২), বহরমপুর (কোড ০৩), শিলিগুড়ি (কোড ০৪), দার্জিলিংয়ে (কোড ০৫)। কেবল কালিম্পং জেলা ও দার্জিলিংয়ের তিনটি পার্বত্য মহকুমার (দার্জিলিং সদর, মিরিক, কার্সিয়ং) প্রার্থীরা দার্জিলিং কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। সফল হলে চূড়ান্ত পর্যায়ের চিরাচরিত ধরনের লিখিত পরীক্ষা হবে এবছরেরই শেষের দিকে, কেবল কলকাতায়। ইন্টারভিউ পিএসসির অফিসে।

আবেদনের কোনো সমস্যা হলে হেল্পলাইন নম্বর অফলাইন পেমেন্টের ক্ষেত্রে (০৩৩) ২২৬২-৪১৮১

অনলাইন পেমেন্টের ক্ষেত্রে (০৩৩) ৪০০৩-৫১০৪

হেল্পডেস্ক: ৯৮৩৬২১৯৯৯৪/৯৮৩৬২৮৯৯৯৪/৯১২৩৯৭১৭৪৭

বিস্তারিত সিলেবাস জানতে ক্লিক করুন: https://jibikadishari.co.in/?p=5671