জাতীয়
- এনআইএ প্রধান শরদ কুমার পরবর্তী ভিজিল্যান্স কমিশনার নিযুক্ত হবেন। এদিন কেন্দ্রীয় সরকার একথা জানাল। তিনি ১৯৭৯ ব্যাচের হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার।
- কৃষি, বিমান, জাহাজ, সড়ক পরিবহণ প্রভৃতি ১০টি মন্ত্রকে বেসরকারি ক্ষেত্রের পেশাদার ও দক্ষ ব্যক্তিদেরও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যুগ্ম সচিব পদে তাঁরা নিযুক্ত হবেন। এতদিন আইএএস অফিসাররাই এই পদ পেতেন। প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এদিন এই সিদ্ধান্ত জানালেন।
আন্তর্জাতিক
- চিনের উপকূলবর্তী শহর কিনদাওয়ে শুরু হল ১৮তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এমসিও)-এর শীর্ষ সম্মেলন। এই গোষ্ঠীর সদস্য দেশগুলি হল চিন, রাশিয়া, কাজাখস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান। গত বছর থেকে ভারত ও পাকিস্তানও গোষ্ঠীর পূর্ণ সদস্য হয়েছে।
- কানাডায় সদ্য সমাপ্ত জি ৭ বৈঠকের ঘোষণাপত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করবে না বলে মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ওই গোষ্ঠীর অন্য সদস্য দেশগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি এবং ব্রিটেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডাকে ‘মিথ্যেবাদী’ বলে মন্তব্য করলেন ট্রাম্প।
খেলা
- ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হল ভারত। এদিন মুম্বইয়ে ফাইনালে ভারত ২-০ গোলে হারাল কেনিয়াকে। দুটি গোলই করলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। ১০২টি আন্তর্জাতিক ম্যাচে সুনীলের গোল সংখ্যা ৬৪। ঘটনাচক্রে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসিরও গোলসংখ্যা ৬৪ (১২৪ ম্যাচে)।
- মহিলাদের এশিয়া কাপ টি ২০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। এদিন কুয়ালালামপুরে ফাইনালে তারা ৩ উইকেটে হারাল ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে। এই প্রথম এই ট্রফি জিতল বাংলাদেশ।
- ফরাসি ওপেন পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। এদিন ফাইনালে ৬-৪, ৬-৩, ৬-২ সেটে তিনি পরাস্ত করলেন অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে। এটি তাঁর একাদশতম ফরাসি ওপেন খেতাব। ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭ সালেও তিনি এই ট্রফি জিতেছেন। নাদালের এটি ১৭তম গ্র্যান্ডস্ল্যাম খেতাব।
- মাসদুয়েক আগে ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হোয়া তরুণ দেবব্রত পাল (২১) মারা গেলেন, অনুশীলনের সময় বাজ পড়ে।
বিবিধ
- বর্তমানে দেশবাসীর হাতে নগদ অর্থের পরিমাণ প্রায় ১৮.৫ লক্ষ কোটি টাকা। ২০১৮ সালের ২৫ মে পর্যন্ত সময়ের হিসাব এটি। ২০১৬ সালের ৮ নভেম্বর (৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সময়) তা ছিল ৭.৮ লক্ষ কোটি টাকা। এদিন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এই তথ্য জানাল। দেশবাসীর হাতে এই পরিমাণ নগদ থাকা একটি রেকর্ড।
- হলিউডের অভিনেত্রী ইউনিস গেসন (৯০) প্রয়াত হলেন। জেমস বন্ডকে নিয়ে তৈরি ‘ডক্টর নো’, ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ ছবিতে তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন।