কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সে ভর্তি

3921
0
Calcutta University Recruitment

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০ শিক্ষাবর্ষে দু বছরের বিএড কোর্সে ভর্তি শুরু হয়েছে। মোট আসনসংখ্যা ৫০ (ডেপুটেড ২৫, ফ্রেশার ২৫, ফ্রেশারদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ )।

যোগ্যতা: ১) ৫০ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি এবং/অথবা ২) ওই নম্বর সহ সায়েন্স/ হিউম্যানিটিজ/ সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি, অথবা ৩) ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিই/বিটেক ডিগ্রি (সায়েন্স এবং ম্যাথমেটিক্সে স্পেশ্যালাইজেশন সহ)।

পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যাঁরা পড়াচ্ছেন তাঁরাই কেবলমাত্র ডেপুটেড হিসাবে আবেদন করতে পারবেন। ফ্রেশারদের ক্ষেত্রে অ্যাকাডেমিক মেরিটের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বয়সসীমা: ফ্রেশারদের ক্ষেত্রে ৩০ জুন ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। ডেপুটেড ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বয়সের কোনো বিধিনিষেধ নেই।

কোর্স ফি: ডেপুটেড প্রার্থীদের ক্ষেত্রে মোট ২৪৫৮৮ টাকা (এর মধ্যে টিউশন ফি প্রতি মাসে ১০০০ টাকা করে, অ্যাডমিশন ফি ১০০ টাকা, সেশন ফি ৮৮ টাকা, লাইব্রেরি ফি ৪০০ টাকা)। ফ্রেশারদের ক্ষেত্রে ২৯৮৮ টাকা (টিউশন ফি ১০০ টাকা করে প্রতি মাসে, অ্যাডমিশন ফি ১০০ টাকা, সেশন ফি ৮৮ টাকা, লাইব্রেরি ফি ৪০০ টাকা)।

আবেদনের ফি: ৩০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৫০ টাকা। বিলডেস্ক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.caluniv-ucsta.net লিঙ্কে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন বা কোর্স সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ৮৬৯৭০৮১২৫১/ ৮৬৯৭০৮১২৬১ নম্বরে ফোন করতে পারেন, এছাড়া ইমেল করতে পারেন cuadmissionhelpdesk@gmail.com-এ। অনলাইন আবেদন করা যাবে ১৯ জুন ২০১৮ তারিখ পর্যন্ত। আবেদনের ফি দেওয়ার ই-রিসিট নেওয়া যাবে ২০ জুন ২০১৮ রাত ১১.৩০ পর্যন্ত। মেধাতালিকা ওয়েবসাইটে জানানো হবে ২২ জুন ২০১৮ বিকাল ৫টার পর। বাছাই প্রার্থীদের মেধাতালিকা ওয়েবসাইটে দেওয়া হবে ২৬ জুন ২০১৮ তারিখে। পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট, অ্যাকনলেজমেন্ট স্লিপ, পেমেন্টের ই-রিসিট ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ২৬ জুন থেকে ২৮ জুন দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে Alipore Campus, University of Calcutta ঠিকানায় দিতে হবে (শুধুমাত্র বাছাই প্রার্থীদের ক্ষেত্রে)। ডেপুটেড প্রার্থীদের ক্ষেত্রে কাউন্সেলিং হবে ৫ জুলাই ২০১৮ তারিখ এবং ফ্রেশারদের ক্ষেত্রে ৬ জুলাই ২০১৮ তারিখে। বিস্তারিত জানা যাবে www.caluniv-ucsta.net/bed/phpfiles/main.php লিঙ্কে ক্লিক করে।