পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের যে লিখিত পরীক্ষা ২০১৪-র অক্টোবরে হয়েছিল তাতে সফল হয়ে ইন্টারভিউ দেন ৩৭০০ জন প্রার্থী। সেই পরীক্ষার চূড়ান্ত ফল আজ শুক্রবার প্রকাশিত হবে। রাত ৮টার পর ফল দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে http://wbmsc.com/tetresult220618.jsp। রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি মাদ্রাসাগুলির মধ্যে যারা ওই সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমেই শিক্ষক-শিক্ষিকা নিয়োগের সুপারিশ গ্রহণ করতে সম্মতি জানিয়েছে সেই মাদ্রাসাগুলিতে নিয়োগের জন্য কমিশন সুপারিশ করবে এই মেধাতালিকা থেকে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করে ইচ্ছুক মাদ্রাসাগুলিকে নিয়োগের সুপারিশ করুক, তবে নিয়োগ হবে শর্তসাপেক্ষে, আদালতের চূড়ান্ত রায়ের ওপর তা নির্ভর করবে। ইতিমধ্যে কমিশন সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিকে তাদের সম্মতি আছে কিনা তা জানানোর জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। আমাদের পোর্টালেও সেখবর বেরিয়েছিল গত ২৮ মে তারিখে (https://jibikadishari.co.in/?p=5281)।