কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জুন ২০১৮

1062
0

জাতীয়

  • জঙ্গিগোষ্ঠী আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য শাম খোরাসান-কে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র।
  • তামিলনাড়ুর তুতিকোরিনে বন্ধ হওয়া তামাকারখানা থেকে অ্যাসিড লিক করার বিষয়টি বিপজ্জনক বলে মন্তব্য করল স্টারলাইট সংস্থা।

আন্তর্জাতিক

  • প্রধানমন্ত্রী থাকাকালীনই সন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন। অকল্যান্ডের একটি হাসপাতালে এদিন তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময় ৬ সপ্তাহ তাঁর দায়িত্ব সামলাবেন উপ প্রধানমন্ত্রী উইন্সটন পিটারস।
  • ১০ লক্ষ ডলারের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা। সরকারি অর্থে বারবার বড় হোটেলের নামি শেফদের তৈরি খাবার আনিয়েছিলেন তিনি। সেই অঙ্কই ১০ লক্ষ ডলারে পৌঁছেছে।
  • টেক্সাসের শরণার্থী শিবিরে গিয়ে অভিবাসী শিশুদের অবস্থা দেখলেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। অভিবাসী শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার নীতির প্রতিবাদে তিনি বরাবরই সরব।

খেলা

  • রাশিয়া বিশ্বকাপে অঘটন ঘটাল ক্রোয়েশিয়া। এদিন ৩-০ গোলে তারা পরাস্ত করল আর্জেন্টিনাকে। অন্য ম্যাচে ফ্রান্স ১-০ গোলে হারিয়ে দিল পেরুকে। পরপর দুম্যাচ জিতে নক আউট পর্বে পৌঁছনো নিশ্চিত করল ফ্রান্স। ডেনমার্ক-অস্ট্রেলিয়া ম্যাচ ১-১ গোলে ড্র হল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বার্তায় এই ম্যাচে পেনাল্টি দেওয়া হয় অস্ট্রেলিয়াকে।
  • স্পোর্টস ইলাসট্রেটেড ম্যাগাজিনের বিচারে ২০১৭ সালে ভারতের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন কিদাম্বি শ্রীকান্ত। শ্রেষ্ঠ কোচের পুরস্কার পেলেন স্টিভন কনস্ট্যানটাইন।

বিবিধ

  • মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে আমদানি হওয়া পন্যের মধ্যে ২৯টি পণ্যে চড়া আমদানি শুল্ক বসাল ভারত। ৪ আগস্ট থেকে তা কার্যকর হবে বলে এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানাল। এর আগে ভারত থেকে আমদানি হওয়া ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শুল্ক বসিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
  • সানফ্রান্সিসকো চিড়িয়াখানায় মৃত্যু হল মেয়ে গরিলা কোকোর (৪৭)। সাঙ্কেতিক ভাষা শিখতে সমর্থ হয়েছিল সে। কম্পিউটারের মাধ্যমে কথাও বলত সেই ভাষায়। তার প্রজাতির অন্য কোন গরিলা তা পারত না।
  • পালিত হল চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস।
  • কেন্দ্রের সঙ্গে আলোচনার পর ট্রাক ধর্মধট স্থগিত রাখার সিদ্ধান্ত জানালো ট্রাক মালিকদের সংগঠন।