জাতীয়
- গোরু পাচারকারী সন্দেহে আকবর খান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হল। রাজস্থানের আলোয়াড়ে এই ঘটনা ঘটল।
- জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল সালিং শাহকে হত্যা করল সন্ত্রাসবাদীরা। একদিন আগে তাঁকে অপহরণ করা হয়েছিল। হিজবুল মুজাহিদিন জঙ্গিরা এই ঘটনায় যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
- হরিয়ানায় গ্রেপ্তার করা হল স্বঘোষিত ধর্মগুরু অমর পুরীকে। মহিলাদের লাঞ্ছনা করায় একগুচ্ছ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
আন্তর্জাতিক
- পথচারীর সংখ্যা বাড়াতে ও পথচারীদের সুবিধা বাড়াতে নতুন পরিকল্পনা ঘোষণা করলেন লন্ডনের মেয়র সাদিক খান। এর নাম ‘ওয়াকিং অ্যাকশন প্ল্যান’। ২০২৪ সালের মধ্যে প্রতিদিন লন্ডনে ১০ লক্ষ মানুষ যাতে পথে হাঁটার সুযোগ পান, সেই লক্ষ্যে এগনোর পরিকল্পনা শোনালেন তিনি।
- পাক গুপ্তচর সংস্থা আইএসআই খোদ প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের ওপর বিভিন্ন মামলায় নিজেদের পছন্দে রায় দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। রাওয়ালপিন্ডি বার অ্যাসোসিয়েশনের এক সভায় এই অভিযোগ করলেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি সৌকত সিদ্দিকি।
- কুকুরের দৌড় নিষিদ্ধ ঘোষণা করল ম্যাকাউ সরকার। এতদিন এশিয়ার একমাত্র এই দেশেই কুকুড় দৌড় বৈধ ছিল। প্রায় ৫০০ গ্রে হাউন্ডের দায়িত্ব ম্যাকাউ সরকার নিল।
খেলা
- জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের লক্ষ্য সেন। সেমিফাইনালে তিনি হারালেন ইমানুয়েল রামবেকে। উত্তরাখণ্ডের বাসিন্দা লক্ষ্য।
- মেয়েদের হকি বিশ্বকাপের উদ্বোধন হল লন্ডনে। এদিন প্রথম ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড ১-১ গোলে ড্র করল ভারতের সঙ্গে। ভারতের হয়ে গোল দেন নেহা গোয়েল।
- তিরন্দাজি বিশ্বকাপে মেয়েদের কমপাউন্ড টিম ইভেন্টে রুপোর পদক জিতল ভারত। ফাইনালে হাড্ডাহাডি লড়াইয়ে ২২৯-২২৮ পয়েন্টে ফ্রান্সের কাছে হারল ভারত। দলে ছিলেন তৃষা দেব, মুসকান কিরর এবং জ্যোতি সুরেখা।
- মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজে বিশ্বরেকর্ড করলেন কেনিয়ার বেয়াত্রিস চেপকোয়েথ। সোনাকায় অ্যাথলেটিক্স ডায়মন্ড লিগে তিনি ৮ মিনিট ৪৪.৩২ সেকেন্ড সময় করলেন যা আগের বিশ্বরেকর্ডের থেকে (রুট জেবেতের করা) প্রায় ৮ সেকেন্ড কম।
- গত মরসুমে সাফল্যের বিচারে অভিমন্যু ঈশ্বরনকে বাংলার বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানালো সিএবি। জীবনকৃতি সম্মান জানানো হবে বরুণ বর্মনকে।
- কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ইনিংসে ৯ উইকেট নিলেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ। তিনি ভারতীয় বংশোদ্ভূত।
বিবিধ
- ২০১৭-১৮ অর্থবর্ষে সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা লড়তে কেন্দ্রীয় সরকারের ব্যয় হয়েছে ৪৮ কোটি টাকা। ২০১১-১২ সালে তা ছিল ১১ কোটি টাকারও কম। কেন্দ্রীয় আইন মন্ত্রক এই তথ্য জানাল।
- বই প্রকাশ করবেন না বলে জানালেন এস হরিশ। তিনি কেরলের একজন সরকারি চাকুরে তথা পুরস্কারপ্রাপ্ত ছোটগল্পকার। একটি পত্রিকায় ধারাবাহিক আকারে প্রকাশিত হয়েছিল তাঁর লেখা উপন্যাস ‘মেশা’ (গোঁফ)। ৫০ বছর আগের কেরল ছিল রচনাটির ভিত্তি। কিন্তু ধর্মীয় ও রাজনৈতিক চাপে তিনি এই বই প্রকাশ না করার সিদ্ধান্ত জানালেন।