৮ কেন্দ্রীয় বাহিনীতে ৫৪৯৫৩ কনস্টেবল নিয়োগের রেজিস্ট্রেশন শুরু

651
1
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৮ কেন্দ্রীয় বাহিনীতে ৫৪৯৫৩ জন কনস্টেবল (জিডি) ও রাইফেলম্যান নিয়োগের পরীক্ষার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে . www.ssc.nic.in ওয়েবসাইটে হোম পেজে লগইন বিভাগে। সেখানে রেজিস্টার নাউ লিঙ্কে ক্লিক করলে খুলবে বেসিক ডিটেল ফর্ম পূরণ করার পেজ (http://ssc.nic.in/Registration/Home)। সে-পাতায় সব পূরণ করার পর একেবারে নিচে সেভ করার অপশন পাবেন। সেভ করে নেক্সট লিঙ্কে ক্লিক করে পরের পাতায় যেতে হবে, কিছু ভুল হয়ে গেলে সেভ করার আগে রিসেট করে নিতে পারেন। এভাবে পর-পর নির্দেশ মতো সেভ করে নেক্সট পাতা, আবার পরের পাতায় একই প্রক্রিয়ায় চলে ৪র্থ পাতাও ভরা ও সেভ হয়ে গেলে সাবমিট করতে পারবেন। আপনার মোবাইল ও মেলবক্সে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ড বদলে নিতে বললে সেইমতো বদলে নেবেন। তারপর লগইন করতে হবে ওই রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে। তারপর আবেদন করতে পারবেন, এই প্রক্রিয়া আমরা আগেই জানিয়েছি (এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=6634)। প্রসঙ্গত, আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ২৪ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে, সেকথাও আমরা জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=6626)।