কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুলাই ২০১৮

491
1

জাতীয়

  • নয়ডা থেকে ২ বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। তারা স্বাধীনতা দিবসে দিল্লিতে জঙ্গিহানার জন্য ষড়যন্ত্র করছিল বলে জানা গেছে। পুলিশের দাবি, তারা জামাত উল মুজাহিদিন বাংলাদেশের সদস্য।
  • সংরক্ষণের দাবিতে আন্দোলন শুরু করলেন মারাঠারা। মুম্বই, থানে, সোলাপুর, ওয়াসিম, ঔরঙ্গাবাদের পরিস্থিতি হয়ে উঠল অগ্নিগর্ভ। ঔরঙ্গাবাদে কাকাসাহেব শিন্ডে (২৭) নামে এক যুবক ওই দাবির সমর্থনে আত্মঘাতী হলেন।

আন্তর্জাতিক

  • ক্যারিবিয়ান দেশ অ্যান্টিগুয়ায় রয়েছেন মেহুল চোকসি। তিনি সেদেশ থেকে পাসপোর্টও সংগ্রহ করেছেন। ইন্টারপোলের জারি করা ‘ডিফিউশন’ নোটিসের উত্তরে এই তথ্য জানিয়েছে অ্যান্টিগুয়া সরকার। প্রসঙ্গত, ভারতে ১৪০০০ কোটি টাকা প্রতারণায় অন্যতম অভিযুক্ত মেহুল।
  • পাকিস্তানের বালুচিস্তান হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে তাহিরা সফদারের (৬১) নাম জানানো হল। এই প্রথম পাকিস্তানের কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি হবেন কোনো মহিলা। তাহিরা বালুচিস্তানে প্রথন কোনো মহিলা বিচারপতি হওয়ার নজির গড়েছিলেন ১৯৮২ সালে।
  • একদিনের সফরে রোয়ান্ডায় উপস্থিত হলেন নরেন্দ্র মোদী। এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী পূর্ব আফ্রিকার এই দেশে গেলেন। তাঁর সঙ্গে বৈঠক হল রোয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামের। রোয়ান্ডার ‘গিরিঙ্কা কর্মসূচিতে’ ২০০ গোরু দান করলেন মোদী।

খেলা

  • ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক সি কে নাইডুর নিজের শহরে তাঁর একটি মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমে এই মূর্তি গড়া হয়েছে।
  • ২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরু এফসিতেই খেলার সিদ্ধান্ত জানালেন ফুটবলার সুনীল ছেত্রী।

বিবিধ

  • ২০১৮ সালের ১৮ জুলাই পর্যন্ত বাজারে নোটের পরিমাণ ১৯.২৮ লক্ষ কোটি টাকা বলে জানাল আরবিআই। ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সময় তা ছিল ১৭.৭৪ লক্ষ কোটি টাকা।
  • ১৬০০ বেআইনি লেনদেনের বিষয় চিহ্নিত করে ৪৩০০ কোটি টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই দাবি জানাল।
  • সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা টাকার পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধির যে খবর শোনা গিয়েছিল তা ভিত্তিহীন বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়াল। ২০১৬ সালের তুলনায় ৩৪.৫ শতাংশ নগদ জমা কমেছে বলে তিনি জানালেন।