কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুলাই ২০১৮

893
0

জাতীয়

  • অসমে ‘রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি’র (এনআরসি) চূড়ান্ত খসড়া প্রকাশিত হল। ৪১ লক্ষ ‘বাংলাদেশি নাগরিকের উপস্থিতি’র অভিযোগ নিয়ে ২০০৯ সালের আগস্টে এনআরসি তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তালিকায় নাম তোলার আবেদন জানিয়েছিলেন ৩,২৯,৯১,৩৮৪ জন, নাম উঠেছে ২,৮৯,৮৩,৬৭৭ জনের। বাদ পড়েছে ৪০,০৭,৭০৭ জনের নাম। চূড়ান্ত তালিকা ডিসেম্বর মাসে প্রকাশিত হবে। তার পরে কী হবে এখনও স্পষ্ট নয়, তার আগে পর্যন্ত যেমন আছে তেমনই থাকবে ধরে নেওয়া যায়। এক্ষেত্রে ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত যাঁরা ভারতে এসেছেন বা ছিলেন তাঁদের ভারতীয় নাগরিক হিসাবে বিবেচনা করা হয়েছে।
  • পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • আর্থিক প্রতিষ্ঠানে আমানত সুরক্ষা বিষয়ক বিলটি নিয়ে সরকার আর এগোতে চায় না বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়াল।
  • প্রাক্তন টেলিকম মন্ত্রী দয়ানিধি মারান ও তাঁর ভাই কালানিধি মারানের বিরুদ্ধে বিচার চালানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সিইও পদে দায়িত্ব গ্রহণ করলেন সীমা নন্দা। এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত ওই পদে বসলেন।
  • প্রধানমন্ত্রী হিসাবে ১১ আগস্ট শপথ নেবেন বলে এদিন নিজেই জানালেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের প্রধান ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য ইসলামাবাদের হাসপাতালে স্থানান্তরিত করা হল।
  • ‘৩০৫৩ দিন’ নামের একটি বই প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কারাবাসের দিনগুলির তথ্য নিয়ে এই বইটি গ্রন্থনায় রয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সুরক্ষা সেবা বিভাগ এবং কারা অধিদপ্তর।

খেলা

  • অনূর্ধ্ব ১৯ ইউরো কাপে চ্যাম্পিয়ন হল পর্তুগাল।
  • এজবাস্টনে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলবে ইংল্যান্ড। ১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলা শুরুর পর এটি তাদের ১০০০তম টেস্ট। ৯৯৯টি টেস্টের মধ্যে ইংল্যান্ডের জয়, পরাজয়, ড্রয়ের পরিসংখ্যান যথাক্রমে ৩৫৭, ২৯৭ এবং ৩৪৫। এদিন এই তথ্য প্রকাশিত হল।
  • বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজে জয়ী হল। ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল এদিন সেন্ট কিটসে ৬৬ বলে ৭৩ রান করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা হল ৪৭৬। তিনি স্পর্শ করলেন শাহিদ আফ্রিদির রেকর্ড।

বিবিধ

  • চিন ও মালয়েশিয়া থেকে আমদানি করা সোনার প্যানেলে ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত জানাল ভারত। দেশীয় শিল্পকে বাঁচানোর লক্ষ্যে ২ বছরের জন্য ওই শুল্ক বসানো হল। শুল্কের হারও ধাপে-ধাপে কমিয়ে আনা হবে।
  • শেয়ার সূচক সেনসেক্স ৩৭৪৯৪.৪০ অঙ্ক ও নিফটি ১১৩১৯.৫৫ অঙ্কে পৌঁছে নতুন নজির গড়ল।
  • পিএনবি আর্থিক প্রতারণা মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে আটক করতে অ্যান্টিগুয়া ও বার্বুডাকে অনুরোধ করল ভারত।