লেডি কনস্টেবল পরীক্ষার ফল বেরোল, ঘোষিত শারীরিক সক্ষমতা পরীক্ষার সূচি

1223
1
Admit Card Download

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লেডি কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হল, ঘোষিত হয়েছে সফল পরীক্ষার্থীদের জন্য পরবর্তী পর্যায়ের শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষার তারিখও।

পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর, নিজের জন্ম-তারিখ ও নিজেদের জেলা বাছাই করে ফলাফল জানতে পারবেন। সফল প্রার্থীদের ফিজিক্যাল মেজারমেন্ট ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট শুরু হবে আগামী ২০ আগস্ট। ৩টে ভাগে হবে সেই পরীক্ষা।

(১) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার প্রার্থীদের জন্য প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই ঠিকানায়: SAP 2nd Bn., Parade Ground, Mangal Pandey Uddyan, Barrackpore, Kolkata– 700120

(২) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার প্রার্থীদের জন্য জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই ঠিকানায়: SAP 12th Bn., Parade Ground, Satellite Township, Dabgram, Jalpaiguri, Pin No- 734015

(৩) বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভুম ও হুগলি জেলার প্রার্থীদের জন্য বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই ঠিকানায়: RCC, C.I.F. 1st IR Bn. Campus, Bidhannagar, Durgapur, Burdwan, Pin No- 713206

শারীরিক মাপ ও দক্ষতার এই পরীক্ষার জন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে, ৮ আগস্ট ও তার পরে। প্রার্থীদের আবেদনের সঙ্গে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করে তা জানানো হবে।

কাউকে আলাদা করে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। ওই ই-অ্যাডমিট কার্ডের প্রিন্ট-আউট নিয়েই যেতে হবে। ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে: http://wbprblc.applythrunet.co.in/GetAdmitPMTPET.aspx

লিখিত পরীক্ষার ফল জানার লিঙ্ক: http://policewb.gov.in/wbp/lc-pre-written-2018.php