রাজ্য স্বাস্থ্য দপ্তরে চুক্তির ভিত্তিতে ৪৩টি বিভাগে ৩২৭ জন টিউটর/ ডেমনস্ট্রেটর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর R/T/D(MES)52(1)/2018.
শূন্যপদের বিন্যাস: ১. জেনারেল মেডিসিন: মোট— ১৮ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি-এ ১, ওবিসি-বি ৪, শারীরিক প্রতিবন্ধী ১)।
২. জেনারেল সার্জারি: মোট— ২৬ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৪, ওবিসি-এ ১, ওবিসি-বি ৪, শারীরিক প্রতিবন্ধী ১।
৩. ফিজিওলজি: মোট— ১৬ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)।
৪. বায়োকেমিস্ট্রি: মোট— ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)।
৫. ফার্মাকোলজি: মোট— ১৪ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)।
৬. মাইক্রোবায়োলজি: মোট— ১৪ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)।
৭. ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি (এফএমটি): মোট— ৫ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)।
৮. কমিউনিটি মেডিসিন: মোট— ২০ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)।
৯. চেস্ট মেডিসিন: মোট— ১৪ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি-এ ৩, ওবিসি-বি ২)।
১০. ডার্মাটোলজি: মোট— ৪ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি-বি ২)।
১১. অর্থোপেডিক: মোট— ১৪ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)।
১২. অ্যানাস্থেশিওলজি: মোট— ২৪(অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৪ তপশিলি উপজাতি ৪, ওবিসি-এ ২, ওবিসি-বি ৩, শারীরিক প্রতিবন্ধী ২)।
১৩. রেডিওডায়াগনোসিস: মোট— ১২ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)।
১৪. নেফ্রোলজি: মোট— ১১(অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী)।
১৫. ইউরোলজি: মোট— ১১(অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ৩, ওবিসি-এ ১, ওবিসি-বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)।
১৬. নিউরো–মেডিসিন: মোট— ১২ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ২)।
১৭. নিউরো–সার্জারি: মোট— ৮ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)।
১৮. কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কিউলার সার্জারি (সিটিভিএস): মোট— (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ২)।
১৯. পেডিয়্যাট্রিক সার্জারি: মোট— ৫ (তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)।
২০. নিয়োনেটোলজি: মোট— ১১ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি-বি ১)।
২১. ফিজিক্যাল মেডিসিন: মোট— ৪ (অসংরক্ষিত ২, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১)।
২২. রেডিওথেরাপি: মোট— ১৩ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)।
২৩. হেমাটোলজি: মোট— ৫ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ২, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)।
২৪. কার্ডিয়োলজি: মোট— ৮ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি-বি ১)।
২৫. এছাড়াও অন্যান্য পদ: অ্যানাটমি, প্যাথোলজি, পেডিয়্যাট্রিকস, ইএনটি, অপথ্যালমোলজি, গাইনেকোলজি, কার্ডিয়াক অ্যানাস্থেশিয়া, মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি, মেডিক্যাল অন্কোলজি, এন্ডোক্রিনোলজি, জিআই অ্যানাস্থেশিওলজি, ইমিউনোহেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউজন, রিউমেটোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি, সার্জিক্যাল অন্কোলজি, ট্রপিক্যাল মেডিসিন, জিআই প্যাথলজি, নিয়োনেটাল সার্জারি বিভাগে নিয়োগ করা হবে। তবে সাইক্রিয়্যাট্রি বিভাগে কতজন নিয়োগ করা হবে জানানো হয়নি।
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট শাখায় পোস্টগ্র্যাজুয়েট স্পেশ্যালাইজেশন থাকলে সেইমতো গুরুত্ব দেওয়া হবে। বাঞ্ছনীয়: ১) ইন্ডেক্স মেডিকাসে সূচকতালিকাভুক্ত কোনো জার্নালে বা জাতীয় স্তরের জার্নালে প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকলে, ২) গ্রামে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে।
বয়স: ১ জানুয়ারি ২০১৮ অনুযায়ী বয়স ৪৫ বা তার কম হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কাজ করার অভিজ্ঞতা থাকলে তাঁদের বয়সে যথারীতি ছাড় পাওয়া যাবে। সরকারি নিয়ম অনুযায়ী রাজ্যের তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধীদের বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন: মূল বেতন ১৫,৬০০-৪২,০০০ টাকা। গ্রেড পে ৫,৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
আবেদন ফি: আবেদন ফি ২১০ টাকা। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি লাগবে না। মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট, নগদ টাকা ইত্যাদির মাধ্যমে ফি দেওয়া যাবে না।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। নিজস্ব ইমেল এবং ফোন নম্বর থাকা আবশ্যক। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট, পরিচয়পত্র, ছবি ইত্যাদি প্রাসঙ্গিক নথিপত্র সঙ্গে রাখা ভালো। আবেদন করা যাবে ২৯ আগস্ট ২০১৮ রাত ৮টা পর্যন্ত। বিশদ বিবরণ পাওয়া যাবে এই লিঙ্কে ক্লিক করে http://wbhrb.in/Advt%20Tutor%20Demonstrator.pdf
আবেদন করা যাবে এই লিঙ্কে: https://eadmission.net.in/recruitment/home/detail_view?id=19