রেলে গ্রুপ-ডি পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষাকেন্দ্র জেনে নিন

1275
0
RAIL Group D Exam Date,

রেলে ৬২৯০৭টি গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য (বিজ্ঞপ্তি নম্বর CEN O2/2018) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা শুরু আগামী ১৭ সেপ্টেম্বর থেকে, তা আমরা আগে জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=7415)। কয়েকটি ব্যাচে ভাগ করে এই পরীক্ষা হবে। প্রথমে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর তারিখের মধ্যে যাঁদের পরীক্ষা, তাঁরা নিজ-নিজ পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের ব্যাপারে নিচের লিঙ্কে ক্লিক করে জানতে পারবেন, বাকিরা জানতে পারবেন ১৩ সেপ্টেম্বর থেকে।

নিচের লিঙ্কে নিজের ইউজার আইডি (রেজিস্ট্রেশন নম্বর), পাসওয়ার্ড (জন্মতারিখ: দিন, মাস, বছর) জানিয়ে লগইন করলে জানতে পারবেন নিজের পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের তথ্য। এই লিঙ্কে ক্লিক করে:

https://dc4-g22.digialm.com//EForms/configuredHtml/2022/57738/login.html

প্রসঙ্গত, পরীক্ষা দিতে যাবার জন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে পরীক্ষার ৪ দিন আগে, তপশিলি প্রার্থীরা যাতায়াতের রেলপাস ডাউনলোড করার জন্য বিশেষ একটি লিঙ্ক পাবেন ১০ সেপ্টেম্বর থেকে এবং এই পরীক্ষার ব্যাপারে অভ্যস্ত হবার জন্য সব প্রার্থীই অনলাইন মকটেস্টের সুযোগের আরেকটি লিঙ্ক পাবেন ১০ সেপ্টেম্বর থেকে, তা আমরা আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=7628)।