ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস/স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষার ফল

558
0
Folafal Final Pic

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-র ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস/ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস-এর লিখিত পরীক্ষার ফল বেরিয়েছে। পরীক্ষা হয়েছিল গত জুন/জুলাই মাসে। সফল প্রার্থীদের ইন্টারভিউ/পার্সোন্যালিটি টেস্টের জন্য অনলাইনে নাম রেজিস্টার করিয়ে “ডিটেল্ড অ্যাপ্লিকেশন ফর্ম” পূরণ করতে হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর সন্ধে ৬টার মধ্যে, নিয়মকানুন ওয়েবসাইটেই দেওয়া থাকবে। ইন্টারভিউ/পার্সোন্যালিটি টেস্টের তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে ই-সামন লেটারের মাধ্যমে, ওয়েবসাইটেও জানানো হবে। লিখিত পরীক্ষার অসফল প্রার্থীদের মার্কশিট ওয়েবসাইটে দেওয়া হবে চূড়ান্ত ফল বেরনোর পর ৬০ দিনের জন্য।

লিখিত পরীক্ষার সফল প্রার্থিরা ফল দেখতে পাবেন এই লিঙ্কে: http://www.upsc.gov.in/sites/default/files/WR-IESISS-2018-Engl.pdf