স্কুল সার্ভিসে ক্লার্ক ও গ্রুপ-ডি কাউন্সেলিং সূচি, শূন্যপদ, কললেটার

2615
0
SSC Group C & D Call leter

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলগুলিতে (পার্বত্য অঞ্চল বাদে) ক্লার্ক ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ পরীক্ষা ৩য় আরএলএসটি (এনটি)-র ফলের ভিত্তিতে ওয়েটলিস্ট ভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং (৩য় পর্যায়) কর্মসূচি ও অবশিষ্ট শূন্যপদের স্কুলের তালিকা প্রকাশিত হয়েছে (Memo. No. 938/6879/CSSC/ESTT/2018, Date: 14.09.2018)।

কাউন্সেলিং হবে আগামী ২০ সেপ্টেম্বর, সকাল ১০টায়। এই ঠিকানায়: West Bengal Central School Service Commission at DK-7/2, Salt Lake, Sector-II, Kolkata-91 [Beside Anandalok Hospital, Karunamoyee].

কাউন্সেলিংয়ের সময়সূচি ও কললেটার (ইন্টিমেশন লেটার) ডাউনলোডের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে। কাউকে আলাদা করে কোনো চিঠি পাঠানো হবে না, ওই ইন্টিমেশন লেটার ডাউনলোড করে তার প্রিন্ট-আউট নিয়ে যাতে হবে। নিজের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ডাউনলোড করা যাবে।

এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/NOTICE_Counseling-for-the-post-of-Group-C-and-Group-D_Third%20Phase.pdf

ক্লার্ক পদের জন্য অবশিষ্ট শূন্যপদ কোন-কোন স্কুলে আছে জানা যাবে এই লিঙ্কে (‘ক্লার্ক’ কথাটার পাশের বৃত্তে সিলেক্ট করে, তারপর অঞ্চল, জেলা, ভাষা-মাধ্যম, ক্যাটেগরি (জেনারেল, তঃজাঃ ইত্যাদি) ও লিঙ্গ নির্দেশ করে সাবমিট করতে হবে): http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3FinalVacancySchoolClerkPH3/

ক্লার্ক পদের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3ClkCounsellingPH3/searchResult/

গ্রুপ-ডি পদগুলির জন্য অবশিষ্ট শূন্যপদ কোন-কোন স্কুলে আছে জানা যাবে এই লিঙ্কে (‘গ্রুপ-ডি পিওন/ল্যাব অ্যাটেন্ডেন্ট/ মেট্রন/ নাইট গার্ড’ কথাটার পাশের বৃত্তে সিলেক্ট করে, তারপর অঞ্চল, জেলা, ভাষা-মাধ্যম, ক্যাটেগরি (জেনারেল, তঃজাঃ ইত্যাদি) ও লিঙ্গ নির্দেশ করে সাবমিট করতে হবে): http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3FinalVacancySchoolGrpDPH3/

গ্রুপ-ডির জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/rlst3GrpDCounsellingPH3/searchResult/