কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ সেপ্টেম্বর ২০১৮

663
0
Current Affairs 24 Sep 2018

জাতীয়

  • সিকিমের প্রথম বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্যাংটকের পশ্চিমে পাকিয়ঙে এই বিমানবন্দরটি ৪৫০০ ফুট উচ্চতায় অবস্থিত।
  • ৩ দিন পর উদ্ধার করা হল ভারতীয় নৌসেনা কম্যান্ডার অভিলাষ টোমিকে। ‘গোল্ডেন গ্লোব রেস’-এর প্রতিযোগিতায় মাঝসমুদ্রে হারিয়ে গিয়েছিল তাঁর পালতোলা নৌকা ‘থুরিয়া’। পশ্চিম অস্ট্রেলিয়া থেকে তাঁকে উদ্ধার করা হল।
  • ইতালির মিলানে শিল্প সম্মেলন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে শিল্প বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হল ইতালির শিল্পপতিদের।

আন্তর্জাতিক

  • মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন ইব্রাহিম মহম্মদ সলি। তিনি ২৫ বছরের সাংসদ। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পরাজিত করলেন আবদুল্লা ইয়ামিনকে। প্রসঙ্গত, ইয়ামিনের আমলেই ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের অবনতি হয়েছিল।
  • মাছ ধরতে গিয়ে মাঝসমুদ্রে ভেসে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার যুবক আলদি নোভেল আদিলাং। একা সমুদ্রে ৪৯ দিন ভেসে প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে পৌঁছলেন তিনি।
  • প্রকাশিত হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার লেখা বই ‘বিকামিং’।

খেলা

  • আটলান্টায় গলফের ট্যুর চ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন টাইগার উডস। এটি কেরিয়ারে তাঁর ৮০তম খেতাব। চোট, অস্ত্রোপচার প্রভৃতি কারণে গলফ কোর্স থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ৫ বছরের বেশি সময় কোনো খেতাব জেতননি। ২০১৭ সালের নভেম্বরে তাঁর র‍্যাঙ্কিং নেমে গিয়েছিল ১১৯৯-তে। ২০১৩ সালে ব্রিজস্টোন গলফ-এর ১৮৭৬ দিন পর এদিন এই খেতাব জিতলেন উডস। খেতাব জয়ের সংখ্যায় তাঁর সামনে কেবল জ্যাক নিকলস (১৮ মেজর সহ ৮২টি খেতাব)। উডস জিতেছেন ১৪টি মেজর।
  • প্রয়াত হলেন ক্রিকেট প্রশাসক বিশ্বনাথ দত্ত। ১৯৮৮-৯০ সাল পর্যন্ত তিনি দুই পর্বে বিসিসিআই সভাপতি হয়েছিলেন।
  • ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লুকা মাদ্রিচ। তিনি ক্রোয়েশিয়ার খেলোয়াড়। তিনি ক্লাব রিয়াল মাদ্রিদে খেলেন।
  • অনূর্ধ্ব ১৬ বছর এএফসি চ্যাম্পিয়নশিপে ভারত-ইরান ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল। গত ৩৩ বছরের মধ্যে এটাই যে-কোনো বয়সি ভারতীয় ফুটবল দলের ইরানের বিরুদ্ধে সেরা ফলাফল। এর আগে ১৯৮৪-র ডিসেম্বরে ভারত ইরানের সঙ্গে শেষবার ড্র করছিল। ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ইরান ৩৩ এবং ভারত ৯৭তম স্থানে রয়েছে।
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে মেয়েদের টি ২০ সিরিজ ৩-০ ফলাফলে জিতল ভারত।

বিবিধ

  • আন্তর্জাতিক বাজারে তেলের দর প্রতি ব্যারেলে ৮১ ডলার অতিক্রম করল, যা গত ৪ বছরে সবথেকে বেশি। কলকাতায় এদিন প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪.৬৮ টাকা ও ডিজেলের দাম ৭৮.৯৭ টাকা হল যা নতুন রেকর্ড। অন্যদিকে, ডলারের তুলনায় টাকার দামও ৭২ টাকা ছাড়িয়ে গেল (৭২.৬৩)। পাশাপাশি শেয়ার বাজারে এদিন সেনসেক্স ৫৩৬.৭৮ অঙ্ক এবং নিফটি ১৭৫.৭০ অঙ্ক পড়ল। এই পরিস্থিতিতে ২০১৮-১৯ অর্থবর্ষে ভারতে ঘাটতি জিডিপির ২.৮ শতাংশ হতে পারে বলে রিপোর্ট দিল ব্যাঙ্ক অব আমেরিকা মেরিন নিঞ্চ।