কলকাতা সিটি সেশন কোর্টে ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পরীক্ষার জন্য যোগ্য ও বাতিল প্রার্থীদের তালিকা

693
0
current affairs

কলকাতা সিটি সেশন কোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনো ও গ্রুপ-ডি পদগুলির প্রার্থী বাছাইয়ের লিখিত পরীক্ষা হবে আগামী ১৮ নভেম্বর, অ্যাডমিট কার্ড পাবেন ১২ নভেম্বরের মধ্যে। গ্রুপ-বি ইংলিশ স্টেনোগ্রাফারের এবং সুইপারের পরীক্ষার তারিখ পরে জানানো হবে। পরীক্ষার সিলেবাস ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যও প্রকাশিত হয়েছে। যাঁরা পরীক্ষায় বসার জন্য নির্বাচিত হয়েছেন আর যাঁদের আবেদন কোনো না কোনো কারণে বাতিল হয়েছে তাঁদের তালিকাও প্রকাশিত হয়েছে।

যোগ্য বিবেচিত হয়ে পরীক্ষায় বসার সুযোগ পাবেন ১০৩৫১ জন (স্টেনো ৬৫৮, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ৩৫৯৪, পিওন ৫৩৭৫, বেইলিফ ১৪২, প্রসেস সার্ভার ৩৬০, নাইট গার্ড ৫৪, ফরাশ ২৭, সুইপার ৫৬, ভিস্তি ৮৫)। পরীক্ষার ধরন ও সিলেবাসের খুঁটিনাটিও জানানো হয়েছে (https://jibikadishari.co.in/?p=8040)।

যোগ্য প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1766

৩০৩৯ জনের অবেদন বাতিল হয়েছে নানা কারণে, যেমন— আবেদনের সঙ্গে ব্যাঙ্ক চালান/ই-রিসিট না দেওয়া, ফটোতে সই না থাকা, প্রমাণপত্র না দেওয়া, প্রমাণপত্র স্বপ্রত্যয়িত না করা, এপিক/আধার কার্ড না দেওয়া, আবেদনপত্রে দেওয়া জন্মতারিখ প্রমাণপত্রের সঙ্গে না মেলা, অসংরক্ষিত পদে সংরক্ষিত ক্যাটেগরি হিসাবে আবেদন করা, আবেদনপত্রে সই না করা, পর্যাপ্ত ফি না দেওয়া, অন্য জায়গায় প্রযোজ্য ব্যাঙ্ক চালান/ই-রিসিট দেওয়া, অন্যের ব্যাঙ্ক চালান দেওয়া, অ্যাডমিট কার্ড না দেওয়া, অ্যাডমিট কার্ডের ফটো না দেওয়া, বয়স কম হওয়া, প্রতিবন্ধী হিসাবে ন্যূনতম শতকরা প্রতিবন্ধকতার মান না থাকা, ব্যাঙ্ক চালানে ঠিকানা স্পষ্ট না থাকা, আবেদনপত্রে দেওয়া ফটোগ্রাফ অন্যান্য প্রমাণপত্রের ফটোগ্রাফের সঙ্গে না মেলা, প্রার্থীর নাম ও ব্যাঙ্ক চালানের নাম না মেলা ইত্যাদি। বাতিল হওয়া স্টেনো পদের জন্য ২৬৫ জনের, এলডিএ পদের জন্য ৮০২ জনের, প্রসেস সার্ভার পদের জন্য ১৭০ জনের, ওয়ার‍্যান্ট বেইলিফ পদের জন্য ৩৯ জনের, নাইট গার্ড পদের জন্য ৩৩ জনের, পিওন পদের জন্য ১৬৪০ জনের, ভিস্তি পদের জন্য ২৬, ফরাশ পদের জন্য ১১ জনের, সুইপার পদের জন্য ৫৩ জনের তালিকা (বাতিলের কারণ সহ) দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1765