ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে ব্যাচেলর ও মাস্টার কোর্সে ভর্তি

597
0

ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডিজাইন, মাস্টার অব ডিজাইন ও গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম ইন ডিজাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ডিজাইন অ্যাপ্টিটিউড টেস্ট (ডিএটি)-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ডিএটি হবে ৬ জানুয়ারি ২০১৯ তারিখে।

কোর্সের সময়সীমা ও স্থান: ব্যাচেলর অব ডিজাইন (বিডিইএস)-এর সময়সীমা ৪ বছর। স্থান: এনআইডি আমেদাবাদ ক্যাম্পাস।

মাস্টার অব ডিজাইন (এমডিইএস) কোর্সের সময়সীমা ২ বছর ৫ মাস। এনআইডি আমেদাবাদ, গান্ধীনগর এবং বেঙ্গালুরু ক্যাম্পাসে পড়ানো হবে।

গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম ইন ডিজাইন (জিডিপিডি) কোর্সের সময়সীমা ৪ বছর। এনআইডি বিজয়ওয়াড়া এবং এনআইডি কুরুক্ষেত্র ক্যাম্পাসে পড়ানো হবে।

আবেদনের পদ্ধতি: http://admissions.nid.edu ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, ৯ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে। লেট ফি দিলে অনলাইন আবেদনের শেষ তারিখ ১৯ নভেম্বর ২০১৮। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।