আইটিবিপিতে ১০১ পুরুষ-মহিলা খেলোয়াড়

884
0
ITBP Constable Recruitment 2023

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে ১০১ জন মেধাবী পুরুষ-মহিলা ক্রীড়াবিদ নিয়োগ করা হবে। আন্তর্জাতিক, জাতীয় ইত্যাদি আসরের প্রতিযোগীরা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকলে আবেদন করতে পারেন।

বেতন: মূল বেতন ২১৭০০-৬৯১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

নেওয়া হবে এইসব খেলার জন্য: জুডো: পুরুষদের মোট শূন্যপদ ৪ (ইভেন্ট ৫০-৬০ কেজি শূন্যপদ ১, ৬১-৬৬ কেজি শূন্যপদ ২, ৬৭-৭৩ কেজি শূন্যপদ ১)। মহিলাদের মোট শূন্যপদ ৪ (ইভেন্ট ৪০-৪৮ শূন্যপদ ১, ৪৯-৫২ কেজি শূন্যপদ ১, ৫৩-৫৭ কেজি শূন্যপদ ১, ৫৮-৬৩ কেজি শূন্যপদ ১)।

রেসলিং: পুরুষদের মোট শূন্যপদ ৪ (৬৩ কেজি গ্রেকো রোমান শূন্যপদ ১, ৭২ কেজি গ্রেকো রোমান শূন্যপদ ১, ৬৫ কেজি ফ্রি স্টাইল শূন্যপদ ১, ৭৪ কেজি ফ্রি স্টাইল শূন্যপদ ১)।

ওয়েটলিফ্টিং: পুরুষদের শূন্যপদ ২ (৫৭-৬২ কেজি শূন্যপদ ১, ৬৩-৬৯ কেজি শূন্যপদ ১)। মহিালদের শূন্যপদ ২ (৪৫-৪৮ কেজি শূন্যপদ ১, ৫০-৫৩ কেজি শূন্যপদ ১)।

ফুটবল টিম: শুধু পুরুষদের, শূন্যপদ ৫ (মিড ফিল্ডার ১, ফরওয়ার্ড ১, ডিফেন্ডার ১)।

বক্সিং: পুরুষদের শূন্যপদ ৪ (লাইট ফ্লাই ৪৬-৪৯ কেজি শূন্যপদ ১, ফ্লাই ওয়েট ৫০-৫২ কেজি ১, মিডল ওয়েট ৬-৬৯ কেজি ১, লাইট হেভি ওয়েট ৭০-৭৫ কেজি ১)। মহিলাদের শূন্যপদ ৪ (লাইট ফ্লাই ৫৭-৬০ কেজি শূন্যপদ ১, ফ্লাই ওয়েট ৬০-৬৪ কেজি ১, মিডল ওয়েট ৬৫-৬৯ কেজি ১, লাইট হেভি ওয়েট ৭০-৭৫ কেজি ১)।

আর্চারি: পুরুষদের শূন্যপদ ২ (ইন্ডিয়ান রাউন্ড পুরুষ ১, রিকার্ভ ১)। মহিলাদের শূন্যপদ ২ (কম্পাউন্ড ১, রিকার্ভ ১)।

জিমন্যাস্টিক্স: শুধু পুরুষদের, শূন্যপদ ৪।

কবাডি: শুধু পুরুষদের, শূন্যপদ ৩ (রেইডার ১, লেফ্ট কর্নার ১, রাইট কর্নার ১)।

অ্যাথলেটিক্স: পুরুষদের শূন্যপদ ১৫ (২০০ মিটার রেস শূন্যপদ ১, ৪০০ মিটার রেস ১, ১৫০০ মিটার রেস ১, ১১০ মিটার হাই হার্ডল ১, ৪০০ মিটার লো হার্ডল ১, ১০ কিমি রেস ১, ৩ কিমি স্টেপল চেজ ১, পোল ভল্ট ১, লং জাম্প ১, ট্রিপল জাম্প ১, হাই জাম্প ১, জাভেলিন থ্রো ১, শট পুট ১, হ্যামার থ্রো ১, ডিসকাস থ্রো ১)। মহিলাদের শূন্যপদ ২ (৮০০ মিটার রেস ১, ১৫০০ মিটার রেস ১)।

রাইফেল শ্যুটিং: পুরুষদের শূন্যপদ ৪ (এয়ার রাইফেল ১, ৫০ মিটার ফ্রি পিস্তল ২, ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ১)। মহিলাদের শূন্যপদ ৩ (এয়ার রাইফেল ১, ৫০ মিটার রাইফেল বিগ বোর ২)।

অ্যাকোয়াটিক: শুধু পুরুষদের, শূন্যপদ ৫ (ফ্রি স্টাইল ৫০/১০০/২০০ মিটার শূন্যপদ ১, ফ্রি স্টাইল ৪০০/৮০০/১৫০০ মিটার ১, ব্যাক স্ট্রোক ৫০/১০০/২০০ মিটার ১, ব্রেস্ট স্ট্রোক ৫০/১০০/২০০ মিটার ১, বাটারফ্লাই স্ট্রোক ৫০/১০০/২০০ মিটার ১)।

কারাটে: পুরুষদের শূন্যপদ ৪ (ইনডিভিজুয়াল কাতা ১, ৫০-৫৫ কেজি ১, ৫৬-৬৭ কেজি ১, ৬৮-৭৫ কেজি ১, ৭৬-৮৪ কেজি ১)। মহিলাদের শূন্যপদ ৩ (ইনডিভিজুয়াল কাতা ১, ৫-৫৫ কেজি ১, ৫৬-৬১ কেজি ১)।

ভলিবল: শুধু পুরুষদের, শূন্যপদ ৬ (কাউন্টার অ্যাটাকার ৩, সেন্ট্রাল ব্লকার ২, সেটার ১)।

তায়েক্বোন্ডো: শুধু পুরুষদের, শূন্যপদ ৭ (৫২-৫৪ কেজি শূন্যপদ ১, ৫৫-৫৮ কেজি ১, ৫৯-৬৩ কেজি ১, ৬৪-৬৮ কেজি ১, ৬৯-৭৪ কেজি ১, ৭৫-৮০ কেজি ২)।

ইকোয়েস্ট্রিয়ান: শুধু পুরুষদের, শূন্যপদ ৩ (হর্স রাইডার)।

ওয়াটার স্পোর্টস: শুধু পুরুষদের, শূনপ্যদ ৫ (কায়াকিং ৩, কেনোয়িং ২)।

স্কিয়িং: শুধু পুরুষদের, শূন্যপদ ৩ (আলপাইন)।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.recruitment.itbppolice.nic.in লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০১৮ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত।

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_13_1819b.pdf লিঙ্কে গিয়ে যোগ্যতা ইত্যাদি বিষয়ে জানা যাবে।