ভেইলে ৪৪১ অ্যাপ্রেন্টিস ট্রেনি

1126
0
BHEL_Apprentrice Picture

ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেডে ৪৪১ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে দুটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে, যদিও বিজ্ঞপ্তি নং একই— TP:HR:R:TA 2018.

শূন্যপদের বিন্যাস: বিজ্ঞপ্তি-১: ক্রমিক সংখ্যা ১: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১৫০ (অসংরক্ষিত ৭৯, তপশিলি জাতি ২৮, তপশিলি উপজাতি ২, ওবিসি ৪১)। ক্রমিক সংখ্যা ২: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৩০ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ২৮, তপশিলি উপজাতি ১, ওবিসি ৮)। ক্রমিক সংখ্যা ৩: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ২০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৪, ওবিসি ৫)। ক্রমিক সংখ্যা ৪: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি: ২৯ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৫, ওবিসি ৯)। ক্রমিক সংখ্যা ৫: সিভিল: ২০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৪, ওবিসি ৫)। ক্রমিক সংখ্যা ৬: মডার্ন অফিস প্র্যাক্টিস: ১ (অসংরক্ষিত)।

বিজ্ঞপ্তি-২: ক্রমিক সংখ্যা ১: মেকানিক্যাল: শূন্যপদ ১১৫ (অসংরক্ষিত ৬১, তপশিলি জাতি ২২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩১)। ক্রমিক সংখ্যা ২: ইইই/ ইঅ্যান্ডআই: ১৭ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, ওবিসি ৫)। ক্রমিক সংখ্যা ৩: ইসিই:  ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ৪: সিএস/ আইটি: ২০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৪, ওবিসি ৫)। ক্রমিক সংখ্যা ৫: সিভিল: ২৯ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, ওবিসি ৭)। ক্রমিক সংখ্যা ৬: কেমিক্যাল: ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১)।

বয়সসীমা: দুক্ষেত্রেই ২৪ অক্টোবর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১০-২৭ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি, সিভিল, মডার্ন অফিস প্র্যাক্টিসের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বোর্ড স্বীকৃত হতে হবে।

মেকানিক্যাল, ইইই/ ইঅ্যান্ডআই, ইসিই, সিএস/ আইটি, সিভিল, কেমিক্যালের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বোর্ড স্বীকৃত হতে হবে।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। দুই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে যথাক্রমে ৪০০০ ও ৬০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: www.bheltry.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ নভেম্বর ২০১৮ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।