আন্তর্জাতিক
- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংযোগকারী রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নিল দুই রাষ্ট্র।
- জলবায়ু পরিবর্তনে দায়ী গ্রিন হাউস গ্যাসগুলি বিপজ্জনক মাত্রা (৪০৫.৫ পিপিএম) স্পর্শ করেছে বলে রাষ্ট্রসঙ্ঘর একটি রিপোর্টে জানানো হল।
- পাকিস্তানের প্রগতিশীল লেখিকা ফাহসিদা রিয়াজ (৭৩) প্রয়াত হলেন। ১৯৬৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গ্রন্থ ‘পাথর কি জুবান’। উর্দু ভাষায় গল্প-কবিতা মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ১৫। জেনারেল জিয়া উল হকের আমলে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন।
জাতীয়
- কলকতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। ওই পদে ফিরহাদ হাকিম বসবেন বলে জানানো হল, যদিও কাউন্সিলর না হয়ে কীভাবে মেয়র হতে পারেন তা নিয়ে আইনগত প্রশ্ন উঠছে। ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। যিনিই মেয়র হন তিনি হবেন দেশ স্বাধীন হওয়ার পর কলকাতার অষ্টাদশ মেয়র।
- থানে থেকে ১৩ ঘণ্টা পথ হেঁটে হাজার-হাজার কৃষকের মিছিল পৌঁছল মুম্বইয়ে। লোকসংঘর্ষ মোর্চা-র সেই সেই মিছিল থেকে যে দাবি জানানো হয় তার কিছু মেনে নিল দেবেন্দ্র ফড়নবিশ সরকার।
- জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দিলেন ওই রাজ্যের বিধানসভার অধ্যক্ষ সত্যপাল মালিক। কংগ্রেস এবং এনসি যৌথভাবে সরকার গড়ার দাবি জানানোর আগেই বিধানসভা ভাঙার বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যপালের দপ্তর থেকে জানানো হয়েছে, ফ্যাক্স মেশিন খারাপ থাকায় ওই আবেদনপত্র সেখানে পৌঁছয়নি।
বিবিধ
- ডলারের সাপেক্ষে টাকার দাম বাড়ল ৭৭ পয়সা। প্রতি ডলারে টাকার দাম হল ৭০.৬৯ টাকা প্রতি ডলার।
- আর্থিক দুর্নীতির দায়ে জাপানের গাড়ি সংস্থা নিসান-এর চেয়ারম্যান পদ থেকে কার্লোস ঘোস্ন্কে বরখাস্ত করল সংস্থার চেয়ারম্যান পর্ষদ।
খেলা
- সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন দিদিয়ের দ্রোগবা। আইভোরি কোস্ট এবং চেলসি ক্লাবের এই স্ট্রাইকার ৩১৮টি ম্যাচে ১৬৪টি গোল করেছেন।
- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে শতরান করলেন বাংলাদেশের মোমিনুল হক (১২০)।
- রঞ্জি ট্রফিতে কেরালার কাছে ৯ উইকেটে হেরে গেল বাংলা।