আন্তর্জাতিক
- পাকিস্তানে চিনা কনসুলেটে জঙ্গি হামলায় মৃত্যু হল ৭ জন নাগরিকের। করাচির অভিজাত ক্লিফটন এলাকায় এই হামলা চালানো হয়। বালোচ লিবারেশন আর্মি ঘটনার দায় স্বীকার করেছে। ৩ আত্মঘাতী জঙ্গি হামলা চালিয়েছিল। তবে কনসুলেট কর্মীরা নিরাপদে রয়েছেন।
- প্যারিসে যান্ত্রিক ত্রুটিতে গ্লাসিয়ের স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল মেট্রো। এক আসন্নপ্রসবা মহিলা বাধ্য হয়ে সেখানেই সন্তানের জন্ম দেন। নবজাতকের নাম উসমান। তাকে ২৫ বছর বিনা টিকিটে মেট্রো চড়ার উপহার দিল প্যারিস মেট্রো কর্তৃপক্ষ।
- পাকিস্তানে শিয়া মুসলিমদের ধর্মস্থানের সামনে এক বিস্ফোরণে মৃত্যু হল ৩২ জনের।
জাতীয়
- জম্মু ও কাশ্মীরে অনন্তনাগ জেলার বিজবেহরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল লস্কর ই তৈবার ৩ জঙ্গির। ২০১৮ সালের ১৪ জুন ‘রাইজিং কাশ্মীর’ পত্রিকার সম্পাদক সুজাত বুখারি হত্যাকাণ্ডের পান্ডা আজাদ আহমেদ মালিকও নিহতদের মধ্যে রয়েছে।
- গুরু নানকের জন্মোৎসবে পাকিস্তানে নানকানা সাহিবে পাকিস্তান নিযুক্ত ভারতীয় হাই কমিশনের অফিসারদের যেতে বাধা দেওয়া ও হেনস্থা করার অভিযোগ উঠল।
- অমরাবতীতে অন্ধ্রপ্রদেশ বিধানসভার উচ্চতা হবে ২৫০ মিটার। তা স্ট্যাচু অব ইউনিটির থেকে বেশি উঁচু হবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই কথা জানালেন।
বিবিধ
- বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে হল ৫০ থেকে ৬০ ডলার। ২০১৭ সালের অক্টোবর মাসের পর ফের তেলের দাম এতটা কমল। তবে অশোধিত তেলের দাম কমলেও পেট্রোল ও ডিজেলের বিক্রয়মূল্য সেই হারে কমানো হচ্ছে না বলে অভিযোগ।
খেলা
- মেয়েদের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত ৮ উইকেটে হেরে গেল ইংল্যান্ডের কাছে। গ্রুপ লিগে অপরাজিত ছিল ভারত। মিতালি রাজকে না খেলানো নিয়ে বিতর্ক উঠল।
- মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল।
- ভারতীয় হকি দলের প্রাক্তন স্ট্রাইকার সন্দীপ মাইকেল (৩৩) প্রয়াত হলেন।