আন্তর্জাতিক
- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে প্রস্তাবিত চুক্তি অনুমোদন করল ইইউ। এদিন ব্রাসেলসে ২৭ দেশের রাষ্ট্রনেতা ৬০০ পাতার ওই চুক্তি চূড়ান্ত করলেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুঙ্কা বললেন, ‘এটি একটি দুঃখের দিন।’
- সমলিঙ্গ বিবাহ কার্যকর হচ্ছে না তাইওয়ানে। এদিন গণভোট হয়েছিল সে দেশে। তাতে সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেওয়ার প্রস্তাব খারিজ হয়ে গেল।
- সিরিয়ায় বিদ্রোহীরা নাগরিকদের ওপর ক্লোরিন গ্যাস হামলা চালিয়েছে। একটি পর্যবেক্ষক সংস্থা এই দাবি করল। শতাধিক ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জাতীয়
- প্রাক্তন কেন্দ্রীয় রেল মন্ত্রী সি কে জাফর শরিফ (৮৫) প্রয়াত হলেন।
- ২০২৫ সালের ‘বিশ্ব বাসযোগ্য শহর’ পরিকল্পনায় রাষ্ট্রসংঘের প্রকল্প ঠাঁই পেল নয়ডা ও গ্রেটার নয়ডা।
- জম্মু ও কাশ্মীরের শেপিয়াজ ও অবন্তীপুরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৭ জঙ্গির। শহিদ হলেন এক জওয়ান। প্রাণহানি হয়েছে স্থানীয় এক বাসিন্দারও।
বিবিধ
- জলে ভাসল বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ ‘সিম্ফনি অব দ্য সিজ’। ৩৬১.০১১ মিটার দীর্ঘ জাহাজটিতে ৫৫১৮ জন যাত্রী ও ২২০০ জন কর্মী চড়তে পারবেন। এটি প্রকৃতপক্ষে একটি পর্যটন ক্রুজ। এর আগে বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজের স্বীকৃতি ছিল ‘হারমোনি অব দি সিজ’-এর।
- এয়ার ইন্ডিয়ার অধীন সংস্থা এআইটিএসএল-কে বিক্রি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানাল কেন্দ্র।
খেলা
- সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের সমীর বর্মা। তিনি পরপর ২ বছর এই খেতাব জিতলেন। সুইস ওপেন ও হায়দরাবাদ ওপেনের পর এটি তাঁর বছরের তৃতীয় খেতাব। মেয়েদের সিঙ্গলসে সাইনা নেহাওয়াল রানার্স হলেন। চ্যাম্পিয়ন হলেন চিনের হান ইউয়ে।
- মেয়েদের টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ফাইনালে ইংল্যান্ডকে তারা ৮ উইকেটে হারাল। এই নিয়ে অস্ট্রেলিয়া ৪ বার এই প্রতিযোগিতায় জয়ী হল।
- সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ভারত ৬ উইকেটে জয়ী হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সিরিজ ১-১ ফলে ড্র হল।
- আই লিগে রিয়াল কাশ্মীর ২-০ গোলে হারাল ইন্ডিয়ান অ্যারোজকে। চার্চিল ব্রাদার্স ৩-০ গোলে হরাল মোহনবাগানকে।