আন্তর্জাতিক
- পোল্যান্ডের কাতোভিতসায় শুরু হল রাষ্ট্রসঙ্ঘের উদ্যোগে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বললেন, জলবায়ু পরিবর্তনের ভয় থেকে বাঁচাতে পরিকল্পনা মাফিক এগোতে পারছে না বিশ্ব।
- মাহিন্দা রাজাপক্ষের প্রধানমন্ত্রী হিসাবে যাবতীয় ক্ষমতা খারিজ করল শ্রীলঙ্কার আদালত। গত ২৬ অক্টোবর তাঁকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেছিলেন রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। কিন্তু দু বার সংসদে আস্থা ভোটে পরাস্ত হয়েছেন রাজাপক্ষে। এদিন আদালত তাঁর মন্ত্রিসভার ক্ষমতাও কেড়ে নিল। ফলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে শ্রীলঙ্কায়। পদচ্যুত প্রধানমন্ত্রী রণিন বিক্রম সিঙ্ঘে এখনও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে সরকারি বাসভবনে রয়ে গিয়েছেন।
জাতীয়
- ভারত তার ইতিহাসে সব থেকে করুণ জল সঙ্কটে ভুগছে। পরিস্রুত জল থেকে বঞ্চিত মানুষের সংখ্যায় বিশ্বে সব থেকে উপরে নাম ভারতের। এ দেশের ১৯.৩৩ শতাংশ মানুষ পরিস্রুত জল থেকে বঞ্চিত। চিন, নাইজিরিয়া, উগান্ডায় এই হার যথাক্রমে ৬.৮২, ৭.০৫ এবং ২.৮২ শতাংশ। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম প্রকাশিত সমীক্ষায় এই তথ্য জানা গেল।
- দেশের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র দূরনিয়ন্ত্রিত পুতুল ছিলেন বলে অভিযোগ করলেন সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি কুরিয়েন যোসেফ।
- উত্তরপ্রদেশের বুলন্দ শহরে গোরক্ষকদের হিংসায় এক পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু হল। পুলিশের গুলিতে মৃত্যু হল এক গ্রামবাসীরও।
বিবিধ
- তেল রপ্তানিকারক দেশগুলির সংগঠন ‘ওপেক’ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানাল কাতার। এই গোষ্ঠীর সব থেকে কম তেল উৎপাদনকরী ছিল তারা। তবে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে তারাই সব থেকে এগিয়ে।
- গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ভারতীয় শাখা থেকে ৩৮০ কোটি ডলার দিয়ে ‘হরলিক্স’ এবং ‘বুস্ট’-এর ব্র্যান্ড কিনে নিচ্ছে ব্রিটিশ–ডাচ বহুজতিক ইউনিলিভার।
খেলা
- ২০৩২ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান টমাস বাখকে এ বিষয়ে অবহিত করলেন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি নরিন্দর বাত্রা।
- অনূর্ধ্ব ১৫ জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন পল্লেলা গোষ্ঠীচাঁদের ছেলে সাই বিষ্ণু।
- হকি বিশ্বকাপে আর্জেন্তিনা ৩-০ গোলে জয়ী হল নিউজিল্যান্ডর বিরুদ্ধে। স্পেন ও ফ্রান্স ম্যাচ ড্র হল (১-১)।