ম্যাজাগন শিপইয়ার্ডে ৭৯৮ টেকনিক্যাল স্টাফ ও অপারেটিভ

1097
0

কেন্দ্রীয় সরকারের ম্যাজাগন ডক শিপইয়ার্ড লিমিটেডে ৭৯৮ জন টেকনিক্যাল স্টাফ ও অপারেটিভ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: HR-REC-NE/FT/87/2018.

শূন্যপদ ক্রমিক সংখ্যা ১: কম্পোজিট ওয়েল্ডার: বর্তমান শূন্যপদ ২০৭ (অসংরক্ষিত ১১২, তপশিলি জাতি ২১, তপশিলি উপজাতি ১৮, ওবিসি ৫৬)। জমে থাকা শূন্যপদ ২১ (তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৮, ওবিসি ৫)।

ক্রমিক সংখ্যা ২: ড্রাফটসম্যান (এম): বর্তমান শূন্যপদ ২৩ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৬)। জমে থাকা শূন্যপদ ৫ (তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

ক্রমিক সংখ্যা ৩: ইলেক্ট্রিক ক্রেন অপারেটর: বর্তমান শূন্যপদ ২৪ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৬)। জমে থাকা শূন্যপদ ৪ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিশিয়ান: বর্তমান শূন্যপদ ৩৭ (অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১০)। জমে থাকা শূন্যপদ ৭ (তপশিলি উপজাতি)।

ক্রমিক সংখ্যা ৫: ইলেক্ট্রনিক মেকানিক: বর্তমান শূন্যপদ ০। জমে থাকা শূন্যপদ ১২ (তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৭)।

ক্রমিক সংখ্যা ৬: ফিটার: বর্তমান শূন্যপদ ১৪ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। জমে থাকা শূন্যপদ ৬ (তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

ক্রমিক সংখ্যা ৭: মেশিনিস্ট: বর্তমান শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। জমে থাকা শূন্যপদ ৫ (তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ১)।

ক্রমিক সংখ্যা ৮: পাইপ ফিটার: বর্তমান শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১)। জমে থাকা শূন্যপদ ৬ (তপশিলি উপজাতি)।

ক্রমিক সংখ্যা ৯: প্ল্যানার এস্টিমেটর (এম): বর্তমান শূন্যপদ ০। জমে থাকা শূন্যপদ ১ (তপশিলি উপজাতি)।

ক্রমিক সংখ্যা ১০: প্ল্যানার এস্টিমেটর (ই): বর্তমান শূন্যপদ ০। জমে থাকা শূন্যপদ ১ (ওবিসি)।

ক্রমিক সংখ্যা ১১: কোয়ালিটি কন্ট্রোল ইনস্পেক্টর (এম): বর্তমান শূন্যপদ ১ (তপশিলি উপজাতি)। জমে থাকা শূন্যপদ ৬ (তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)।

ক্রমিক সংখ্যা ১২: স্ট্রাকচারাল ফেব্রিকেশন: বর্তমান শূন্যপদ ১৭৪ (অসংরক্ষিত ৯৩, তপশিলি জাতি ১৮, তপশিলি উপজাতি ১৬, ওবিসি ৪৭)। জমে থাকা শূন্যপদ ১৩ (তপশিলি উপজাতি ১২, ওবিসি ১)।

ক্রমিক সংখ্যা ১৩: সেফটি ইনস্পেক্টর: বর্তমান শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। জমে থাকা শূন্যপদ ০।

ক্রমিক সংখ্যা ১৪: ইউটিলিটি হ্যান্ড (স্কিল্ড): বর্তমান শূন্যপদ ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। জমে থাকা শূন্যপদ ১ (ওবিসি)।

ক্রমিক সংখ্যা ১৫: কম্প্রেশার অ্যাটেন্ড্যান্ট: বর্তমান শূন্যপদ ০। জমে থাকা শূন্যপদ ২ (তপশিলি উপজাতি ১, ওবিসি ১)।

ক্রমিক সংখ্যা ১৬: ড্রাইভার: বর্তমান শূন্যপদ ৮ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। জমে থাকা শূন্যপদ ০।

ক্রমিক সংখ্যা ১৭: পেইন্টার: বর্তমান শূন্যপদ ০। জমে থাকা শূন্যপদ ১ (তপশিলি উপজাতি)।

ক্রমিক সংখ্যা ১৮: স্টোরকিপার: বর্তমান শূন্যপদ ১২ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। জমে থাকা শূন্যপদ ৩ (তপশিলি জাতি ১, ওবিসি ২)।

ক্রমিক সংখ্যা ১৯: মাস্টার ফার্স্ট ক্লাস: বর্তমান শূন্যপদ ১ (অসংরক্ষিত)। জমে থাকা শূন্যপদ ০।

ক্রমিক সংখ্যা ২০: মাস্টার সেকেন্ড ক্লাস: বর্তমান শূন্যপদ ১ (অসংরক্ষিত)। জমে থাকা শূন্যপদ ০।

ক্রমিক সংখ্যা ২১: ইঞ্জিন ড্রাইভার স্পেশ্যাল ক্লাস: কারন্টে ভ্যাকান্সি: ১ (অসংরক্ষিত)। জমে থাকা শূন্যপদ ০।

ক্রমিক সংখ্যা ২২: ইঞ্জিন ড্রাইভার ফার্স্ট ক্লাস: বর্তমান শূন্যপদ ১ (অসংরক্ষিত)। জমে থাকা শূন্যপদ ০।

ক্রমিক সংখ্যা ২৩: সিকিউরিটি সেপয়: বর্তমান শূন্যপদ ০। জমে থাকা শূন্যপদ ১ (তপশিলি জাতি)।

ক্রমিক সংখ্যা ২৪: ইউটিলিটি হ্যান্ড (সেমি স্কিল্ড): ১৩১ (অসংরক্ষিত ৭০, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ১২, ওবিসি ৩৬)। জমে থাকা শূন্যপদ ১০ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ৭, ওবিসি ২)।

ক্রমিক সংখ্যা ২৫: ফায়ার ফাইটার: বর্তমান শূন্যপদ ২৬ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭)। জমে থাকা শূন্যপদ ৫ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ৪)।

যোগ্যতা: কম্পোজিট ওয়েল্ডার: অষ্টম শ্রেণি পাশ সঙ্গে ওয়েল্ডার/ ওয়েল্ডার (জিঅ্যান্ডই) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পরীক্ষা পাশ।

জুনিয়র ড্রাফটসম্যান (মেকানিক্যাল): এসএসসি বা সমতুল পাশ সঙ্গে মেকানিক্যাল স্ট্রিমে ড্রাফটসম্যান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পরীক্ষা পাশ।

ইলেক্ট্রিক ক্রেন অপারেটর: এসএসসি পাশ সঙ্গে ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পরীক্ষা পাশ।

ইলেক্ট্রিশিয়ান: এসএসসি বা সমতুল পাশ সঙ্গে ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পরীক্ষা পাশ।

ইলেক্ট্রনিক মেকানিক: এসএসসি বা সমতুল পাশ সঙ্গে ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পরীক্ষা পাশ।

ইঞ্জিন ড্রাইভার স্পেশ্যাল ক্লাস: মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড/ মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের ইস্যু করা ফার্স্ট ক্লাস প্রফিশিয়েন্সি সার্টিফিকেট। সাঁতার জানা থাকতে হবে। ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার হিসেবে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ইঞ্জিন ড্রাইভার ফার্স্ট ক্লাস: মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড/ মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের ইস্যু করা ইঞ্জিন ড্রাইভার ফার্স্ট ক্লাস প্রফিশহিয়েন্সি সার্টিফিকেট। সাঁতার জানা থাকতে হবে। ইঞ্জিন ড্রাইভার ফার্স্ট ক্লাস হিসেবে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ফিটার, মেশিনিস্ট, পাইপ ফিটার, স্ট্রাকচারাল ফেব্রিকেশন: এসএসসি বা সমতুল সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পরীক্ষা পাশ।

জুনিয়র প্ল্যানার (মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স), জুনিয়র কিউসি ইনস্পেক্টর (মেকানিক্যাল): ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এসএসসি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণ সময়ের তিন বছরের ডিপ্লোমা।

সেফটি ইনস্পেক্টর: মেকানিক্যাল/ মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিঃ/ মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিঃ/ প্রোডাকশন ইঞ্জিঃ/ মেরিন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল/ সিভিল/ প্রোডাকশনে পূর্ণ সময়ের ডিপ্লোমা। ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে অন্তত দু বছরের অভিজ্ঞতা।

ইউটিলিটি হ্যান্ড (স্কিল্ড), কম্প্রেশার অ্যাটেন্ড্যান্ট, সিকিউরিটি সেপয়, ফায়ার ফাইটিং, ড্রাইভার, পেইন্টার ও স্টোর কিপারের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

বয়সসীমা: ১ নভেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৮ বছর। তপশিলি জাতি/ উপজাতি ও ওবিসি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.mazdock.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে, অনলাইন আবেদন করার সময় সেই ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। বেতনক্রম, প্রার্থী বাছাই পদ্ধতি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।