কারেন্ট অ্যাফেয়ার্স ১ জানুয়ারী, ২০১৯

593
0
Current Affairs 1 Jan 2019

আন্তর্জাতিক

  • রাষ্ট্রসংঘের শিক্ষা সাংস্কৃতিক শাখা ইউনেস্কো থেকে সরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল।
  • ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি পদে শপথ নিলেন খাইর বোলসোনারো। দক্ষিণপন্থী ওই নেতাকে বলা হয় ব্রাজিলের ট্রাম্প।
  • সৌর জগতের খুদে গ্রহাণু আলটিমা টুলেল-এর কাছে পৌঁছে গেল নাসা প্রেরিত মহাকাশযান নিউ হরাইজন।  প্লেটোর থেকেও একশো কোটি কিলোমিটার দূরে পৃথিবী থেকে প্রায় ৬৪০ কোটি কিমি দূরের ওই গ্রহাণুর ছবি পাঠাল। ঘণ্টায় ৩২ হাজার মাইল বেগে ছুটছে নিউ হরাইজন। তাই পাঠানো ছবি পৃথিবীতে এসে পৌঁছতে সময় লাগছে ৬ ঘণ্টা।

জাতীয়

  • শিলিগুড়ি সাফারি পার্কের ১২ ফুটের দেওয়াল টপকে পালিয়ে গেল চিতা বাঘ শচীন।
  • ৪ মাস পর কাজে যোগ দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিক্কার।অগ্ন্যাশয়ে ক্যানসারের জন্য তাঁর চিকিৎসা চলছে।
  • মেঘালয়ের খনিতে শ্রমিকরা আটকে পড়ার ১৯ দিনের মাথায় জল বের করার পাম্প চালানো সম্ভব হল। এর মধ্যে আটকে পড়া ১৫ জন শ্রমিকের নাম প্রকাশ করল প্রশাসন।
  • এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করায় উত্তরপ্রদেশ সরকারের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বিবিধ

  • প্রয়াত হলেন হিন্দি ছবির অভিনেতা কাদের খান (৮১)। তিনি ৩০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘আঁখে’, ‘ম্যায় খিলাডি তু আনাডি’, ‘কুলি নম্বর ওয়ান’ প্রভৃতি বহু খ্যাতনামা ছবি রয়েছে। বহু ছবির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন তিনি। গত ৩১ ডিসেম্বর কানাডায় তিনি প্রয়াত হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানানো হল।
  • ডিসেম্বর মাসে জিএসটি বাবদ ৯৪৭২৬ কোটি টাকা আয় হয়েছে বলে জানাল কেন্দ্র। চলতি অর্থবর্ষের প্রথম ৯ মাসে এ ক্ষেত্রে ৮.৭১ লক্ষ কোটি টাকা আয় হয়েছে। লক্ষ্যমাত্রা ১৩.৪৮ লক্ষ কোটি টাকা।

খেলা

  • অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও তাঁর স্ত্রী জেনি চায়ের আসরে অভ্যর্থনা জানালেন ভারত ও অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের সদস্যদের।
  • এ মরসুমের রঞ্জি ট্রফি থেকে ছিটকে গেল মুম্বই। ৪১ বারের চ্যাম্পিয়ন দলটি এবার একটি ম্যাচও জিততে পারেনি।
  • পারথ-এ হপম্যান কাপের মিক্সড ডাবলসে পরস্পরের বিপরীতে খেললেন রজার ফেডেরার এবং সেরেনা উইলিয়ামস। দুজনেরই সিঙ্গলস গ্র্যান্ড স্লামের সংখ্যা ৪৩।
  • প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে হায়দরাবাদ হান্টার্সের হয়ে পি ভি সিন্ধু হারালেন নর্থ ইস্টার্ন ওয়ারিয়র্সের সাইনা নেহাওয়ালকে।