কারেন্ট অ্যাফেয়ার্স ৭ ফেব্রুয়ারি, ২০১৯

658
0
Current Affairs 7 Feb 2019

আন্তর্জাতিক

  • মায়ানমার সীমান্ত সিল করে দিল বাংলাদেশ। গত দুদিনে প্রায় দেড়শো জন বৌদ্ধ শরণার্থী প্রবেশের পর এই পদক্ষেপ নিল তারা। তার আগে প্রায় ৫০০ জন হিন্দু শরণার্থীও প্রবেশ করেছিলেন। সাধারণত রাখানি প্রদেশে সেনার অত্যাচারে রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করেন। সম্প্রতিক ঘটনার পিছনে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসা রয়েছে বলে অভিযোগ।
  • দুটি ক্ষুদ্র মহাকাশযান (ম্যাক্রো কিউবস্যাট) ওয়াল-ই এবং ‘ইভ’ মহাকাশে হারিয়ে গেছে বলে জানাল নাসা। অল্প খরচে তৈরি যান মহাকাশের গভীরে কীভাবে কাজ করে তা জানতে গত বছর এই যান দুটি নাসা পাঠিয়েছিল।

জাতীয়

  • উত্তরপ্রদেশে গোশালা তৈরি ও রক্ষাণাবক্ষণে ৪৪৭ কোটি টাকা বরাদ্দ করা হল। এদিন রাজ্য বাজেট প্রস্তাব পেশ করলেন ওই রাজ্যের অর্থমন্ত্রী রাজেশ আগরওয়াল।
  • ছত্তিসগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ১০ জন মাওবাদী কর্মীর।
  • টু জি মামলায় ২ ব্যক্তি ও ৩টি ফার্মকে ৩০০০ গাছ রোপণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

বিবিধ

  • রেপো রেট (যে সুদে আরবিআইয়ের থেকে ধর নেয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি) ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। প্রসঙ্গত, শক্তিকান্ত দাস আরবিআই গভর্নর হওয়ার পর প্রথম ঋণনীতি পর্যালোচনাতেই সুদের হার কমানো হল। ১৮ মাস পর সুদের হার কমল।
  • পঞ্চম বিশ্ব বঙ্গ সম্মেলনের আসর বসল কলকাতায়। ৩৬টি দেশ থেকে যোগ দিয়েছেন প্রতিনিধিরা। সম্মেলনের বার্তা ‘বাংলা মানে ব্যবসা’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের আমন্ত্রণে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, রাজেন ভারতী মিত্তল, সঞ্জীব গোয়েঙ্কা প্রমুখ শিল্পপতি অংশ নিলেন সম্মেলনে। প্রথম দিন প্রায় ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি পেল সরকার।

খেলা

  • আই লিগে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারাল নেরোকো এফসিকে। দুটি গোলই করলেন এনরিকে।
  • রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হল বিদর্ভ। নাগপুরে ফাইনালে ৭৮ রানে তারা হারাল সোরাষ্ট্রকে। ম্যান অব দ্য ম্যাচ হলেন বিদর্ভের বাঁহাতি স্পিনার আদিত্য সারবাতে। এই নিয়ে পর-পর দুবার রঞ্জি ট্রফি জিতল বিদর্ভ।
  • ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ৬ ধাপ পিছিয়ে পেল ১০৩তম ক্রম। এশিয়ায় ১৮তম ক্রম পেল ভারত।