এয়ারপোর্টস অথরিটিতে অ্যাপ্রেন্টিস

577
0
AAI Apprentice 2024

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়াতে ১৩০টি শূন্যপদে গ্র্যাজুয়েট/ ডিপ্লোমা/ আইটি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ৩০, ডিপ্লোমা: ৪৫, আইটি: ৫৫।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১৫০০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১২০০০ টাকা এবং আইটি অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: অ্যারোনটিক্যাল, অটোমোবাইল, আর্কিটেকচার, সিভিল, কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালিসিস, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, আইটি, মেকানিক্যালে পূর্ণ সময়ের নিয়মিত বিই/ বিটেক (চার বছরের)।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: অ্যারোনটিক্স, অটোমোবাইল, আর্কিটেকচার, সিভিল, কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালিসিস, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, আইটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।

আইটি অ্যাপ্রেন্টিস: কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইসেক্ট্রিক্যাল, মেকানিক, ইলেক্ট্রনিক্স, স্টেনো ট্রেডে আইটিআই/ এনসিভিটি সার্টিফিকেট।

বয়স: ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: www.nats.education.gov.in অথবা www.apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভু্ক্ত করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন