এয়ারপোর্টে কর্মী নিয়োগ

2366
0
AAI Recruitment 2024

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াতে ৩৪২ শূন্যপদে জুনিয়র অ্যাসিসট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এগজিকিউটিভ নিয়োগ করা হবে। AAI Recruitment 2023

বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০২৩।

যোগ্যতা: ১. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস): যে কোনো শাখায় স্নাতক।

২. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): গ্র্যাজুয়েট (বিকম গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার) এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, ট্যাক্সেশন, অডিট এবং অন্যান্য ফিনান্স ও অ্যাকাউন্টসের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. জুনিয়র এগজিকিউটিভ (কমন ক্যাডার): যে কোনো শাখায় স্নাতক।

৪. জুনিয়র এগজিকিউটিভ (ফিনান্স): ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ বিকম সঙ্গে আইসিডব্লুএ/ সিএ/ এমবিএ (দু বছরের সময়সীমার)।

৫. জুনিয়র এগজিকিউটিভ (ফায়ার সার্ভিসেস): ফায়ার ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচের ডিগ্রি।

৬. জুনিয়র এগজিকিউটিভ (ল): ল ডিগ্রি সঙ্গে বার কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

শূন্যপদ: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস): ৯, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): ৯,

জুনিয়র এগজিকিউটিভ (কমন ক্যাডার): ২৩৭, জুনিয়র এগজিকিউটিভ (ফিনান্স): ৬৬,

জুনিয়র এগজিকিউটিভ (ফায়ার সার্ভিসেস): ৩, জুনিয়র এগজিকিউটিভ (ল): ১৮।

ফুড সাব ইনস্পেক্টরের আবেদন শুরু শীঘ্রই

বয়সসীমা: সিনিয়র এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। জুনিয়র এগজিকিউটিভ পদে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর।

সবক্ষেত্রেই ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে

এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন: জুনিয়র এগজিকিউটিভ পদে ৪০০০০-১৪০০০০ টাকা। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩৬০০০-১১০০০০ টাকা।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১০০০-৯২০০০ টাকা।

বীরভূমে অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ

আবেদনর ফি: ১০০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

স্নাতক যোগ্যতায় পুরসভায় চাকরি

আবেদনের পদ্ধতি: www.aai.aero ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। AAI Recruitment 2023

অফিশিয়াল নোটিফিকেশন———   ক্লিক করুন

 

অনলাইন আবেদন করতে —————  ক্লিক করুন