এয়ারপোর্টস অথরিটিতে এগজিকিউটিভ নিয়োগ

522
0
AAI Recruitment 2024

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় ৪৯০টি শূন্যপদে জুনিয়র এগজিকিউটিভ নিয়োগ করা হবে। AAI Recruitment 2024

বিজ্ঞপ্তি নম্বরঃ 02/2024/CHQ. বৈধ গেট স্কোর থাকতে হবে।

শূন্যপদঃ জুনিয়র এগজিকিউটিভ (আর্কিটেকচার)- ৩, জুনিয়র এগজিকিউটিভ (ইঞ্জিনিয়ার সিভিল)- ৯০,

জুনিয়র এগজিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্যাল)- ১০৬, জুনিয়র এগজিকিউটিভ (ইলেক্ট্রনিক্স)- ২৭৮,

জুনিয়র এগজিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি)- ১৩।

যোগ্যতাঃ জুনিয়র এগজিকিউটিভ (আর্কিটেকচার)- আর্কিটেকচারে ব্যাচেলর ডিগ্রি এবং কাউন্সিল অব আর্কিটেকচারে নাম নথিভুক্ত থাকতে হবে।

গেট পেপার আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, পেপার কোড- এআর।

জুনিয়র এগজিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং সিভিল)- সিভিল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি।

গেট পেপার সিভিল ইঞ্জিনিয়ারিং, পেপার কোড সিই।

জুনিয়র এগজিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্যাল)- ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি।

গেট পেপার ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেপার কোড ইই।

জুনিয়র এগজিকিউটিভ (ইলেক্ট্রনিক্স)- ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যালে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ব্যাচেলর ডিগ্রি।

গেট পেপার ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনেকশন ইঞ্জিনিয়ারিং। পেপার কোড ইসি।

জুনিয়র এগজিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি)- কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ আইটি/ ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং/ টেকনিক্যাল ব্যাচেলর ডিগ্রি।

গেট পেপার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পেপার কোড সিএস। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ মে ২০২৪ তারিখের হিসেবে।

বয়সঃ ১ মে ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনঃ লেভেল ই-১ অনুযায়ী ৪০০০০-১৪০০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের ফিঃ ৩০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না।

পূর্ব বর্ধমানে সুপারভাইজার নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.aai.aero ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২ এপ্রিল থেকে ১ মে ২০২৪ তারিখ পর্যন্ত। AAI Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন