এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপ্রেন্টিস

271
0
AAI Recruitment 2024

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াতে ১৩৫টি শূন্যপদে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

গ্র্যাজুয়েট ডিসিপ্লিনের ক্ষেত্রে শূন্যপদ ৪৫, ডিপ্লোমা শাখায় শূন্যপদ ৫০, আইটিআই ডিসিপ্লিনের ক্ষেত্রে শূন্যপদ ৪০।

যোগ্যতাঃ গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমাঃ এআইসিটিই, জিওআই স্বীকৃত পূর্ণ সময়ের চার বছরের ডিগ্রি অথবা তিন বছরের নিয়মিত ডিপ্লোমা।

আইটিআই ট্রেডঃ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

বয়সঃ ৩১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৬ বছর।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতিঃ গ্র্যাজুয়েট/ ডিপ্লোমার ক্ষেত্রে https://nats.education.gov.in

এবং আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে www.apprenticeshizpindia.org পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৩১ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন