Site icon জীবিকা দিশারী

এয়ারপোর্টস অথরিটিতে কলকাতায় কর্মী নিয়োগ

AAI Recruitment 2024

এয়ারপোর্টস অথিরিট অব ইন্ডিয়ার অধীন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে AAI Recruitment 2024

৩৫টি শূন্যপদে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

যোগ্যতাঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসঃ সিভিল/ ইলেক্ট্রিক্যাল/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিসিপ্লিনে চার বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমতুল।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসঃ সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিসিপ্লিনে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।

আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসঃ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড মেকানিক্স/

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই এনসিভিটি সার্টিফিকেট।

সবক্ষেত্রেই ২০২২ সাল বা তার পরে যাঁরা পাশ করেছেন তাঁরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

রাইসট লিমিটেডে অ্যাপ্রেন্টিস

বয়সঃ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৬ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ডঃ ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১৫০০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১২০০০ টাকা

এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতিঃ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে https://nats.education.gov.in

এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসদের www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। AAI Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

উচ্চমাধ্যমিক যোগ্যতায় ঝাড়গ্রামে নিয়োগ

Exit mobile version