Site icon জীবিকা দিশারী

কলকাতা বিমানবন্দরে অ্যাপ্রেন্টিস

AAI Recruitment 2024

নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। AAI Recruitment 2024

প্রার্থী বাছাই করবে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া।

বিজ্ঞপ্তি নম্বর: 01/2023/AAC/APPRENTICE-GRADUATE/DIPLOMA/ITI (Trade)

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে চার বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে তিন বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

আইটি ট্রেড অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ট্রেড বা ডিসিপ্লিনে এনসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট।

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের বাসিন্দারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

বয়স: ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৬ বছরের মধ্যে।

জিওলজিক্যাল সার্ভেতে ডেটা সায়েন্টিস্ট, আইটি এক্সপার্ট নিয়োগ

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাস ১৫০০০ টাকা,

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১২০০০ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের www.nats.education.gov.in পোর্টালে

এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসদের www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পযর্ন্ত। AAI Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version