এনবিইএমএসে ৪২ অ্যাসিস্ট্যান্ট ও অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ

2081
0
Bank Recruitment 2024

ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস-এ (এনবিইএমএস) ৪২ জন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে৷

বিজ্ঞপ্তি নম্বর: 21005/RECT/2020.

শূন্যপদ: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৮, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৩০, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট: ৪৷

যোগ্যতা ও বয়স: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: ডিগ্রি এবং এনবিই নির্ধারিত পরীক্ষা পাশ৷ বয়স হতে হবে ২৭ বছরের কম৷

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: সিনিয়র সেকেন্ডারি পরীক্ষা পাশ এবং কম্পিউটারের জ্ঞান যেমন উইন্ডোজ, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম/ ল্যান আর্কিটেকচার৷ এনবিই নির্ধারিত পরীক্ষা পাশ৷ বয়স হতে হবে ২৭ বছরের কম৷

জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট: ম্য্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স সহ ব্যাচেলর ডিগ্রি অথবা কমার্স গ্র্যাজুয়েট এবং এনবিই নির্ধারিত পরীক্ষা পাশ৷ বয়স হতে হবে ২৭ বছরের কম৷

কম্পিউটার বেসড অ্যাকাউন্টিং সহ কোনো সরকারি ইনস্টিটিউটে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার৷

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে৷

বয়স হতে হবে ১৪ আগস্ট ২০২১ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী ২০ সেপ্টেম্বর৷

আবেদনের ফি: ১৫০০ টকা সঙ্গে জিএসটি৷৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.natboard.edu.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত৷

নোটিসটি দেখতে ক্লিক করুন