অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুয়োগ

827
0
ADA Recruitment 2024

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অব ডিফেন্সের অধীন অ্যারোনটিক্যাল ডেভলপমেন্ট এজেন্সিতে স্টেনোগ্রাফার এবং ড্রাইভার নিয়োগ করা হবে। ADA Recruitment 2024

যোগ্যতাঃ স্টেনোগ্রাফারঃ আর্টস/ সায়েন্স/ কমার্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ বিজনেস ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি।

জুনিয়র ইংলিশ শর্টহ্যান্ড এবং জুনিয়র ইংলিশ টাইপরাইটিং পরীক্ষার পাশ সার্টিফিকেট থাকতে হবে।

ড্রাইভারঃ অষ্টম শ্রেণি পাশ সঙ্গে বৈধ লাইট এবং হেভি ভিকল লাইসেন্স থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৬ এপ্রিল ২০২৪ তারিখের হিসেবে।

এসএসসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

বয়সঃ ৬ এপ্রিল ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনঃ স্টেনোগ্রাফার পদে বেতন ২৫৫০০ টাকা এবং ড্রাইভার পদে বেতন প্রতি মাসে ১৮০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ https://www.ada.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

ব্যাঙ্কে অফিসার নিয়োগ

অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Sr. Admin Officer Gr-II, Aeronautical Development Agency, Vibhuthipura,

Marathahali Post, Bengaluru- 560037 ঠিকানায়।

খামের উপরে লিখতে হবে ADV-124: Application for the post of ‘STENOGRAPHER’ OR ‘DRIVER-I’.

অনলাইন আবেদন করা যাবে ৬ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২০ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে। ADA Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন