স্নাতকোত্তরে ভর্তি

1114
0
B.Ed course admission

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ২০২১-২৩ শিক্ষাবর্ষে মাস্টার ইন সায়েন্স/ আর্টস (এমএসসি/ এমএ) কোর্সে ভর্তি চলছে৷ এই মুহূর্তে তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এ ও ওবিসি বি ক্যাটেগরিতে ভর্তি নেওয়া হচ্ছে(Admission notice)।

যে সমস্ত বিষয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে সেগুলি হল- কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওস্পাসিয়াল সায়েন্স, জিওলজি, নিউট্রিশন অঅ্যান্ড পাবলিক হেলথ, ফিজিওলজি, ইলেক্ট্ররনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সাইকোলজি, মলিকিউলার বায়োলজি, হিউম্যান জেনেটিক্স৷

www.buruniv.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ আবেদন করা যাবে ২০ নভেম্বর ২০২১ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত( Admission notice)।