Site icon জীবিকা দিশারী

ডিপ্লোমা কোর্সে ভর্তি

Current Affairs 3rd February

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন কমিউনিটি কলেজ সেন্টারে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ল্যাবরেটরি ট্রেনিং প্রোগ্রাম, সাঁওতালি সঙ্গীত ও নৃত্য, সাঁওতালি ভাষা এবং মৌমাছি পালনের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে (Admission notice)।

ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ল্যাবরেটরি ট্রেনিং প্রোগ্রামে আসনসংখ্যা ৩০, বিজ্ঞান শাখায় স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন, কোর্সের মেয়াদ ৬ মাস এবং কোর্স ফি ১০০০০ টাকা।

সাঁওতালি সঙ্গীত ও নৃত্য কোর্সটিতে আসনসংখ্যা ৩০, মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন, কোর্সের মেয়াদ ৩ মাস, কোর্স ফি ৪০০০ টাকা।

হানি বি অ্যান্ড স্টিংলেস বি কিপিং কোর্সের ক্ষেত্রে আশনসংখ্যা ৫০, এক্ষেত্রেও মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন, কোর্সের মেয়াদ ২ সপ্তাহ, কোর্স ফি ১৫০০ টাকা।

সাঁওতালি ভাষায় ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে আসনসংখ্যা ১০০, উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন, কোর্সের মেয়াদ ১ বছর, কোর্স ফি ৫০০০ টাকা।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে, www.vidyasagar.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

আবেদনের ফি ২০০ টাকা। পূরণ করা আবেদনপত্র ও ফি জমা দেওয়ার ই-রিসিট ২৮ ফেব্রুয়ারির মধ্যে ইমেল করতে হবে ccaeofhce@mail.vidyasagar.ac.in ঠিকানায় (Admission notice)।

 

Exit mobile version