আইবিপিএসের ২৫৫৭ ক্লার্ক নিয়োগ পরীক্ষার ধরন-ধারণ, অ্যাডমিট কার্ড

1009
0
IBPS Recruitment 2023

আইবিপিএসের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ২৫৫৭ শূন্যপদে ক্লার্ক নিয়োগের জন্য অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার (CRP CLERKS-X) ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর অর্থাৎ পরীক্ষার দিন পর্যন্ত ডাউনলোড করা যাবে। পরীক্ষাকেন্দ্রের ঠিকানাও কললেটারে দেওয়া আছে। নিজের রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর, পাসওয়ার্ড/জন্মতারিখ ও এসবের নিচে দেওয়া সুরক্ষা কোড (ক্যাপচা) টুকে দিয়ে ঢুকে ডাউনলোড করতে হবে। কীভাবে ডাউনলোড করবেন, কোনো সমস্যা হলে কী করবেন সব জানানো আছে।

ডাউনলোড এই লিঙ্ক থেকে: https://ibpsonline.ibps.in/crpcl10aug20/clopea_nov20/login.php?appid=8441c4db83bfd4cb74a638edb0c45736

এই পরীক্ষার ধরন-ধারণ, সিলেবাস, প্রশ্নের নমুনা, পরীক্ষাকক্ষে কী-কী নিয়ে যাওয়া যাবে বা যাবে না, আচরণবিধি, করোনাবিধি ইত্যাদি সংক্রান্ত ইনফর্মেশন হ্যান্ড-আউটও পাবেন, এই লিঙ্কে:

https://www.ibps.in/wp-content/uploads/IBPS-CLERK-X-PRE-EXAM-2020-Eng.pdf

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল