রাজ্য পুলিশের আবগারি কনস্টেবল পদের শারীরিক পরীক্ষার অ্যাডমিট কার্ড

955
0
Jail Police Warden Job

রাজ্য পুলিশের আবগারি বিভাগে কনস্টেবল/লেডি কনস্টেবল নিয়োগের পরীক্ষায় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট/ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট দেবার জন্য যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁরা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মুর্শিদাবাদ জেলা ও অন্যান্য রাজ্যের প্রর্থীরা নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে ডাউনলোড করতে পারবেন। এই পেজে ১৪ ডিসেম্বরে দেওয়া লিঙ্ক থেকে: http://wbprb.applythrunet.co.in/ , অথবা সরাসরি এই লিঙ্কে: http://conswbprb.applythrunet.co.in/GetPMTPETAdmit.aspx
এই শারীরিক পরীক্ষা হবে আগামী ২১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি। কাদের কবে কোথায় পরীক্ষা তা জানতে পারবেন এই লিঙ্কে: http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice_EC.pdf