ভারতীয় বিমানবাহিনীতে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (এএফসিএটি)-০১/২০২৫/এনসিসি স্পেশ্যাল এন্ট্রি AFCAT 2025 Notification out
কোর্সে প্রশিক্ষণ দিয়ে ৩৩৬টি শূন্যপদে তরুণ-তরুণী অফিসার নিয়োগ করা হবে শর্ট শার্ভিস কমিশন ও পার্মানেন্ট কমিশনে।
বয়সসীমা: ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৬ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৪ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ২০০২-১ জানুয়ারি ২০০৬)।
জেনারেল ডিউটি (টেকনিক্যাল/ নন-টেকনিক্যাল শাখা)-এর ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৬ তারিখের হিসেবে ২০-২৬ বছরের মধ্যে (জন্মতারিখ জানুয়ারি ২০০০-১ জানুয়ারি ২০০৬)।
পরীক্ষার ফিঃ ৫৫০ টাকা সঙ্গে জিএসটি। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি: https://careerindianairforce.cdac.in অথবা https://afcat.cdac.in লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। প্রার্থী বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। AFCAT 2025 Notification out