ভারতীয় বিমানবাহিনীতে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (এএফসিএটি)-০২/২০২৪/এনসিসি স্পেশ্যাল এন্ট্রি কোর্সে (AFCAT Notification 2024)
প্রশিক্ষণ দিয়ে ৩০৪টি শূন্যপদে তরুণ-তরুণী অফিসার নিয়োগ করা হবে শর্ট শার্ভিস কমিশন ও পার্মানেন্ট কমিশনে।
নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৪ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ২০০১-১ জুলাই ২০০৫)।
জেনারেল ডিউটি (টেকনিক্যাল/ নন-টেকনিক্যাল শাখা)-এর ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ তারিখের হিসেবে ২০-২৬ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ১৯৯৯-১ জুলাই ২০০৫)।
পরীক্ষার ফিঃ ৫৫০ টাকা সঙ্গে জিএসটি। ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি দেওয়া যাবে।
পদ্ধতি: https://careerindianairforce.cdac.in অথবা https://afcat.cdac.in লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৮ জুন ২০২৪ তারিখ পর্যন্ত।
পরীক্ষা হবে ৯,১০,১১ আগস্ট ২০২৪ তারিখে।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট ফেলো
পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস, ভারবাল এবিলিটি ইন ইংলিশ, নিউমেরক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং অ্যান্ড মিলিটারি অ্যাপ্টিটিউড টেস্ট।
AFCAT Notification 2024