এইমসে অধ্যাপক

1194
0
St. Xaviers College Recruitment 2024

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস গোরক্ষপুরে প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১০৫ জন নিয়োগ করা হবে।

যে সমস্ত ডিপার্টমেন্ট বা বিষয়ে নিয়োগ করা হবে সেগুলি হল- অ্যানেসথেসিয়োলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ডেনটিস্ট্রি,

ইএনটি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, গ্যাসট্রোএনট্রোলজি, জেনারেল মেডিসিন,

জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মাইক্রোবায়োলজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি,

নিউক্লিয়ার মেডিসিন, অপথ্যালমোলজি, অর্থোপেটিক্স, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, ফার্মাকোলজি,

ফিজিওলজি, সাইকিয়াট্রি, পালমোনারি মেডিসিন, রেডিওথেরাপি, ট্রান্সফিউসন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, ট্রমা অ্যান্ড এর্মাজেন্সি, ইউরোলজি।

আবেদনের ফি ৩০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

http://www.aiimsgorakhpur.edu.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি পাঠাতে হবে All India Institute of Medical Sciences Gorakhpur, Kunraghat, Gorakhpur, Uttar Pradesh- 273008 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ৩১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন