এইমসে নার্সিং ইন্সট্রাক্টর নিয়োগ

473
0
AIIMS Kalyani Recruitment 2024

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস পাটনাতে ২০টি শূন্যপদে টিউটর/ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর (নার্সিং) নিয়োগ করা হবে। AIIMS Job Vacancy

বিজ্ঞপ্তি নম্বর: F-137738/AIIMS/Pat/Totor/2023.

বেতনক্রম: ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা।

যোগ্যতা: ১) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিএসসি (নার্সিং) ডিগ্রি অথবা রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ সঙ্গে সিস্টার টিউটর ডিপ্লোমা। ২) টিচিং ইনস্টিটিউশনে তিন বছরের কাজের অভিজ্ঞতা।

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শূন্যপদের বিন্যাস: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ২)।

আবেদনের ফি: ১৫০০ টাকা। ইডব্লুএস, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১২০০ টাকা।

শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.aiimspatna.edu.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে প্রার্থীর ছবি আপলোড করতে হবে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। AIIMS Job Vacancy