এইমসে ৭০০ নার্স, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

2025
0
nursing sister job

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হৃষিকেশে ৭০০ সিনিয়র রেসিডেন্ট,

জুনিয়র রেসিডেন্ট, নার্সিং অফিসার (স্টাফ নার্স গ্রেড টু) ও টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হবে তিন মাসের চুক্তির ভিত্তিতে৷

শূন্যপদ: সিনিয়র রেসিডেন্ট: ১০০, জুনিয়র রেসিডেন্ট: ২০০, নার্সিং অফিসার: ৩০০, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ১০০৷

যোগ্যতা: সিনিয়র রেসিডেন্ট: পোস্ট গ্র্যাজুয়েট (অ্যালায়েড মেডিক্যাল)৷

জুনিয়র রেসিডেন্ট: এমবিবিএস৷

নার্সিং অফিসার (স্টাফ নার্স গ্রেড টু): বিএসসি নার্সিং

অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা সঙ্গে ন্যূনতম ৫০ শয্যার হাসপাতালে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা (বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে অভিজ্ঞতার দরকার নেই)৷

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে বিএসসি সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা অথবা মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা সঙ্গে ৮ বছরের অভিজ্ঞতা৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ওয়াক-ইন-ইন্টারভিউ হবে আগামী ৩১ মে পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত৷

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা:। Office of Dean Academics, AIIMS Rishikesh.

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন