কল্যাণী এইমসে ১৩৯ প্রফেসর, অ্যাসোশিয়েট প্রফেসর নিয়োগ

1965
0
St. Xaviers College Recruitment 2024

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস কল্যাণীতে ১৩৯ জন প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোশিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: AIIMS/KALYANI/RECT./(FAC-III)/2020-21/905.

যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে সেগুলি হল: সাইকোলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন, এফএমটি, মেডিসিন, পেডিঅ্যাট্রিক, সাইকিঅ্যাট্রি, অ্যানাস্থেসোলজি, ডার্মাটোলজি, ওবিএস অ্যান্ড গাইনো, অফথ্যালমোলজি, অর্থোপেডিক্স, ইএনটি, সার্জারি, পালমোনারি মেডিসিন, ট্রান্সফিউশন মেডিসিন, নিউক্লিয়ার মেডিসিন, রেডিও ডায়াগনোসিস, পিএমআর, গ্যাসট্রোএনট্রোলজি, মেডিক্যাল অনকোলজি, নিওনেটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, এনডোক্রিনোলজি, নিউরোসার্জারি, পেডিঅ্যাট্রিক সার্জারি, সার্জিক্যাল গ্যাসট্রোএনটেরোলজি, সার্জিক্যাল অনকোলজি, ইউরোলজি, বার্নস অ্যান্ড প্লাস্টিক, কার্ডিও থোরাসিক সার্জারি, ডেনটিস্ট্রি৷

শূন্যপদ: প্রফেসর: ২৭, অ্যাডিশনাল প্রফেসর: ২২, অ্যাসোশিয়েট প্রফেসর: ৩১, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ৫৯৷

আাবেদনের ফি: ১০০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না৷ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে AIIMS Kalyani Internal Resources Account, Account No. 2691101012348, Canara Bank, Central Park West Branch, Kalyani, MICR No. 700015047, IFSC code: CNRB0002691-তে আবেদনের ফি দিতে হবে৷

আবেদনের পদ্ধতি: aiimskalyani.edu.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট, সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Administrative Officer, Recruitment Cell, All India Institute of Medical Sciences, Kalyani NH-34 Connector, Basantapur, Saguna, Nadia, West Bengal-741245 ঠিকানায়৷

সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে৷ আমাদের পোর্টালেও আবেদনের শেষ তারিখ জানিয়ে দেওয়া হবে৷

https://aiimskalyani.edu.in/pdf/FINAL_FULLADVT_FACULTY_UPADTED_02122020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল