কল্যাণী এইমসে টেকনিশিয়ান

941
0
AIIMS Kalyani Recruitment 2024

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস কল্যাণীতে ব্লাড সেন্টার টেকনিশিয়ান নিয়োগ করা হবে। AIIMS Kalyani Recruitment 2023

পারিশ্রমিক: প্রতি মাসে ২৬১০০ টাকা।

বয়স: বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে।

যোগ্যতা: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বা ব্লাড ব্যাঙ্ক টেকনোলজিতে ডিপ্লোমা। সঙ্গে ব্লাড টেস্টে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতার রেলটেল কর্পোরেশনে নিয়োগ

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা।

শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। এনইএফটির মাধ্যমে আবেদনের ফি দিতে হবে।

ইউপিএসসির মাধ্যমে ২৬১ শূন্যপদে নিয়োগ

অ্যাকাউন্ট নম্বর: ৪১২৭৭৬৮৮৫২৯, আইএফএসসি কোড: SBIN0063963,

এমআইসিআর কোড: ৭০০০০২৮৩৮, প্রদেয় হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এইমস, কল্যাণী ব্র্যাঞ্চ।

আবেদনের পদ্ধতি: https://aiimskalyani.edu.in/ ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৭ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে

The Administrative Officer, Recruitment Cell, All India Institute of Medical Sciences, Kalyani, NH- 34 Connector, Basantapur, Saguna Nadia, West Bengal- 741245 ঠিকানায়।

হিন্দুস্তান কপারে অ্যাপ্রেন্টিস

খামের উপরে লিখতে হবে ‘Application for the post of ………………. Against Advertisement No. 1129/E-12028/2/23- (NON-FAC.CON)’।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৩ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ৫টার মধ্যে।

    অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

AIIMS Kalyani Recruitment 2023