কল্যাণী এইমসে কর্মী নিয়োগ

5866
0
AIIMS Kalyani Recruitment 2024

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স কল্যাণীতে ২৩টি শূন্যপদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, AIIMS Kalyani Recruitment 2023

স্পিচ থেরাপিস্ট, ওটি টেকনিশিয়ান, ম্যানেজার/ সুপারভাইজার/ গ্যাস অফিসার, ডটা এন্ট্রি অপারেটর, ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে।

ফাইল নম্বর: BECIL/HRMS/AIIMS, Kalyani/Advt.2023/365.

প্রার্থী বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড।

বীরভূমে অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ

শূন্যপদ, যোগ্যতা, বয়স ও বেতন: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (আইসিইউ): শূন্যপদ ৭, ওটি টেকনিক বা সমতুলে বিএসসি

সঙ্গে সংশ্লিষ্ট ফিল্ডে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ৫০৬০০ টাকা।

স্পিচ থেরাপিস্ট: শূন্যপদ ১, স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি। বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। বতন প্রতি মাসে ৫০৬০০ টাকা।

ওটি টেকনিশিয়ান: শূন্যপদ ৩। ওটি টেকনিক্স বা সমতুলে বিএসসি সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা।

বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ৫০৬০০ টাকা।

ম্যানেজার/ সুপারভাইজার/ গ্যাস অফিসার: শূন্যপদ ১। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা।

বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ৫২৩০০ টাকা।

ডেটা এন্ট্রি অপারেটর: শূন্যপদ ৫। ১০+২ পাশ সঙ্গে প্রতি ঘণ্টায় ৮০০০ কি ডিপ্রেসন স্পিড।

বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ২৮৬০০ টাকা।

ল্যাব টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় ১০+২। মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা। বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ৩০১০০ টাকা।

আইবিপিএস পিও আবেদনের সময়সীমা বাড়ল

আবেদনের ফি: ৮৮৫ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদেরে ৫৩১ টাকা।

ইন্ডিয়ান নেভিতে ট্রেডসম্যান মেট

আবেদনের পদ্ধতি: www.becil.com অথবা  https://becilregistration.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

AIIMS Kalyani Recruitment 2023