Site icon জীবিকা দিশারী

কল্যাণী এইমসে কর্মী নিয়োগ

AIIMS Recruitment 2024

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স কল্যাণীতে ২৩টি শূন্যপদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, AIIMS Kalyani Recruitment 2023

স্পিচ থেরাপিস্ট, ওটি টেকনিশিয়ান, ম্যানেজার/ সুপারভাইজার/ গ্যাস অফিসার, ডটা এন্ট্রি অপারেটর, ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে।

ফাইল নম্বর: BECIL/HRMS/AIIMS, Kalyani/Advt.2023/365.

প্রার্থী বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড।

বীরভূমে অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ

শূন্যপদ, যোগ্যতা, বয়স ও বেতন: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (আইসিইউ): শূন্যপদ ৭, ওটি টেকনিক বা সমতুলে বিএসসি

সঙ্গে সংশ্লিষ্ট ফিল্ডে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ৫০৬০০ টাকা।

স্পিচ থেরাপিস্ট: শূন্যপদ ১, স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি। বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। বতন প্রতি মাসে ৫০৬০০ টাকা।

ওটি টেকনিশিয়ান: শূন্যপদ ৩। ওটি টেকনিক্স বা সমতুলে বিএসসি সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা।

বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ৫০৬০০ টাকা।

ম্যানেজার/ সুপারভাইজার/ গ্যাস অফিসার: শূন্যপদ ১। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা।

বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ৫২৩০০ টাকা।

ডেটা এন্ট্রি অপারেটর: শূন্যপদ ৫। ১০+২ পাশ সঙ্গে প্রতি ঘণ্টায় ৮০০০ কি ডিপ্রেসন স্পিড।

বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ২৮৬০০ টাকা।

ল্যাব টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় ১০+২। মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা। বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ৩০১০০ টাকা।

আইবিপিএস পিও আবেদনের সময়সীমা বাড়ল

আবেদনের ফি: ৮৮৫ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদেরে ৫৩১ টাকা।

ইন্ডিয়ান নেভিতে ট্রেডসম্যান মেট

আবেদনের পদ্ধতি: www.becil.com অথবা  https://becilregistration.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

AIIMS Kalyani Recruitment 2023

 

Exit mobile version